ঘূর্ণিঝড় মোখার আগে-পরের টেকনাফ
অতি প্রবল ঘূর্ণিঝড় মোখা গতকাল সন্ধ্যায় কক্সবাজার-মিয়ানমার উপকূল অতিক্রম করে দুর্বল হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এটি আরও উত্তর-উত্তরপূর্ব দিকে এগিয়ে লঘুচাপে পরিণত হবে এবং গুরুত্বহীন হয়ে পড়বে।
আজ সোমবার আবহাওয়া অধিদপ্তর আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য জানিয়েছে।
বঙ্গোপসাগরে সৃষ্ট ঝড়টি টেকনাফের পাশ দিয়ে উপকূল অতিক্রম করেছে। সেখানে এখন স্পষ্ট মোখার ক্ষত চিহ্ন। ঝড় শুরুর আগে ও পরে ছবিগুলো তুলেছেন দ্য ডেইলি স্টার'র আলোকচিত্রী প্রবীর দাশ।
Comments