ঘুম…

ছবি: মামুনুর রশীদ/স্টার

কবি জীবনানন্দ দাশ মনে করতেন, 'ঘুমের মাঝে মৃত্যুর মতন শান্তি আছে'। আর তারাই কেবল ঘুমিয়েছে, যাদের 'জীবনের জ্বর' ছেড়ে গেছে।

ভ্যানের ওপর 'মরার মতো' ঘুমিয়ে থাকা এই মানুষটির 'জীবনের জ্বর' ছেড়েছে কি না, তা জানার সুযোগ হয়নি। কেবল বোঝা গেছে, ঢাকা নামের এই ঊষর নগরে জীবিকার তাগিদে ছুটে চলা এ 'মহানাগরিক' ক্লান্ত হয়ে দিন-দুপুরেই ঘুমিয়ে গেছেন পথের ধারে।

মানুষটির 'শান্তির' ঘুম ভাঙিয়ে তার সঙ্গে কথা বলার ইচ্ছা হয়নি। তবে ভ্যানের ওপর থাকা বাতিল জিনিসপত্র দেখে বোঝা যায়, তিনি হয়তো একজন ভাঙারি ব্যবসায়ী কিংবা এর যোগানদার।

গতকাল রোববার রাজধানীর ধানমন্ডি আবাসিক এলাকার ১ নম্বর সড়ক থেকে ছবিটি তুলেছেন দ্য ডেইলি স্টারের সাংবাদিক মামুনুর রশীদ

Comments

The Daily Star  | English

All 64 DCs protest deputy secy promotion proposal

The Bangladesh Administrative Service Association (Basa) has also issued a statement protesting the proposal

9m ago