‘এইখানে খেলাঘর পাতা আমাদের’

ছবি: রাশেদ সুমন/স্টার

কবি আহসান হাবীব 'রূপকথা' নামের পদ্যে লিখেছিলেন, 'এইখানে খেলাঘর পাতা আমাদের,/আকাশের নীল রং ছাউনিতে এর।/পরীদের ডানা দিয়ে তৈরি দেয়াল,/প্রজাপতি রং মাখা জানালার জাল।'

শিশুর কল্পনাপ্রবণ মনের বিচিত্র ভাবনা নিয়ে লেখা এই চরণগুলোর সঙ্গে বাস্তবতার ফারাক অনেক। বালু নিয়ে খেলতে থাকা ছবির এই শিশুদের মায়েরা টিসিবির ট্রাক থেকে খানিকটা কম দামে কিছু পণ্য কেনার অপেক্ষায়। কখন সেই ট্রাক আসবে কেউ জানে না। এ অবস্থায় শিশুমন ঠিকই খুঁজে নিয়েছে খেলার অবসর। বাস্তবতার কঠিন জমিনে দাঁড়িয়েও বানিয়ে নিচ্ছে তাদের রূপকথার রাজ্য।

গতকাল বুধবার রাজধানীর মোহাম্মদপুরের বসিলা এলাকা থেকে ছবিটি তুলেছেন দ্য ডেইলি স্টারের আলোকচিত্রী রাশেদ সুমন

Comments