মমতা

ছবি: রাশেদ সুমন/স্টার

মায়ের মমতার হাত ঠোঁটে চেপে ধরেছে ১ বছর বয়সী জিসানের ছোট্ট আঙুলগুলো। ঢাকায় বাংলাদেশ শিশু হাসপাতালের নিউমোনিয়া ইউনিটে ভর্তি জিসানকে গত ৪ দিন ধরে রাখা হয়েছে হাই ফ্লো অক্সিজেন চেম্বারে।

জিসানের রিকশাচালক বাবা জানেন না, কীভাবে এই চিকিৎসার ব্যয় বহন করবেন। নিজেদের সর্বস্ব দিয়ে নিন্ম আয়ের এই দম্পতি কেবল তাদের সন্তানের দ্রুত সুস্থতা কামনা করে যাচ্ছেন।

এবার রাজধানীসহ সারা দেশে জেঁকে বসেছে কনকনে শীত। অতিরিক্ত শীতে শিশুদের অসুস্থতার হার সাধারণত বেশি হয়। শ্বাসতন্ত্রের প্রদাহজনিত অসুখ নিয়ে হাসপাতালগুলোতেও ভিড় বাড়ে। শেরেবাংলা নগরের শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটেও শীতজনিত রোগ নিয়ে শিশুরা ভর্তি হচ্ছে।

গতকাল রোববারও শিশু হাসাপাতালের নিউমোনিয়া ওয়ার্ডের ২০টি শয্যার সবগুলো পূর্ণ ছিল। কর্তৃপক্ষের হিসাবে এদিন সকাল পর্যন্ত ভর্তি রোগীর সংখ্যা ছিলো ১০২।

শিশু হাসপাতালে মা-শিশুর আদর-উৎকণ্ঠামাখা এই ছবিটি তুলেছেন দ্য ডেইলি স্টারের আলোকচিত্রী রাশেদ সুমন

Comments