দেবী এসেছিলেন হাতিতে চড়ে, বিদায় নিচ্ছেন নৌকায়
দেবী দুর্গার প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের দুর্গাপূজা।
ঢাকের বাদ্য, খোল-করতাল ও গান বাজিয়ে দেবী দুর্গাকে বিদায় জানাচ্ছেন দেশের হিন্দুধর্মাবলম্বীরা।
বাঙালি হিন্দুদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা শুরু হয়েছিল ১ অক্টোবর, ষষ্ঠী তিথিতে বেলতলায় 'আনন্দময়ীর' নিদ্রাভঙ্গের বন্দনার মাধ্যমে। আজ বুধবার দশমী তিথিতে প্রতিমা বিসর্জন দিয়ে এই উৎসব শেষ হচ্ছে।
হিন্দুধর্মের অনুসারীদের বিশ্বাস, এবার দেবী এসেছিলেন গজে (হাতিতে) চড়ে। বিদায় নিচ্ছেন নৌকায়।
হিন্দু শাস্ত্রমতে, শ্বশুরবাড়ি কৈলাস থেকে কন্যারূপে দেবী দুর্গা বাপের বাড়ি মর্ত্যলোকে বেড়াতে এসেছিলেন।
আর ৫ দিনের পূজার আনুষ্ঠানিকতা শেষে বিসর্জনের মধ্য দিয়ে তিনি আবার স্বামীর বাড়ি ফিরে যাবেন।
Comments