দক্ষিণ সিটির ৯০ শতাংশ বর্জ্য অপসারণ

ছবি: প্রবীর দাশ

গত ৯ ঘণ্টায় (দুপুর ২টা থেকে রাত ১১টা পর্যন্ত) ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৫৮টি ওয়ার্ডের কোরবানির পশুর শতভাগ বর্জ্য অপসারণ করা হয়েছে।

দক্ষিণ সিটির জনসংযোগ কর্মকর্তা মো. আবু নাছের এ তথ্য জানান।

তিনি জানান, সার্বিকভাবে এ পর্যন্ত ৯০ শতাংশের বেশি বর্জ্য অপসারণ করা সম্ভব হয়েছে।

শতভাগ বর্জ্য অপসারণ করা ওয়ার্ডগুলো হলো- ১, ৩, ৬, ৮, ৯, ১০, ১২, ১৩, ১৪, ১৬, ১৭, ১৮, ২০, ২১, ২৩-৩৩, ৩৬-৪৪, ৪৯, ৫১-৬৩, ৬৬-৭৫ নম্বর ওয়ার্ড।

এছাড়াও ৫, ১১, ১৯, ২২, ৩৪, ৪৮, ৬৪ নম্বর ওয়ার্ড অর্থাৎ ৭টি ওয়ার্ড থেকে ইতোমধ্যে ৯০ শতাংশ বর্জ্য অপসারণ করা হয়েছে।

এদিকে গতকাল রাত ১১টা থেকে আজ রাত ১১টা পর্যন্ত অর্থাৎ গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৭৮৩টি ট্রিপের মাধ্যমে মোট ৭ হাজার ১৩৯.২৪ মেট্রিক টন বর্জ্য কোরবানির পশুর হাট ও পশুর বর্জ্য মাতুয়াইল কেন্দ্রীয় ভাগাড়ে স্থানান্তর করা হয়েছে।

Comments

The Daily Star  | English

Gaza civil defence says Israeli forces kill 23

Among the casualties were three children who were killed in an air strike on a home in Jabalia, northern Gaza

16m ago