পাকিস্তানি মুদ্রার রেকর্ড দরপতন, ১ ডলার ২৭০ রুপি
ডলারের বিপরীতে পাকিস্তানি রুপির দরপতন অব্যাহত আছে। সোমবার সকাল ১১টা ৫৯ মিনিট পর্যন্ত আন্তঃব্যাংক বাজারে ডলারের বিপরীতে পাকিস্তানি মুদ্রার মূল্য ছিল ২৭০ রুপি। যা পাকিস্তানি মুদ্রার সর্বকালের সর্বনিম্ন দরপতন।
পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
এক্সচেঞ্জ কোম্পানিজ অ্যাসোসিয়েশন অব পাকিস্তানের (ইসিএপি) তথ্য অনুযায়ী, শুক্রবার ২৬২.৬ রুপির রেকর্ড সর্বনিম্ন অবস্থানে থাকা পাকিস্তানি মুদ্রার আজ এক ডলারের বিপরীতে ৬.৫ রুপি বা ২.৩২ শতাংশ দরপতন হয়েছে।
স্টেট ব্যাংক অব পাকিস্তানের (এসবিপি) তথ্য অনুযায়ী, গত ৩ দিনে রুপির দর প্রায় ১৪ শতাংশ বা ৩৬ রুপি কমেছে। যা গত বুধবার এক ডলারের বিপরীতে ছিল ২৩০.৮৯ রুপি।
এক্সচেঞ্জ কোম্পানিজ অ্যাসোসিয়েশন অব পাকিস্তান (ইসিএপি) জানিয়েছে, খোলা বাজারে ১ ডলার ২৭২ রুপিতে হাতবদল হয়েছে।
Comments