পাকিস্তানি মুদ্রার দরপতন অব্যাহত, ১ ডলার এখন ২২০.৬ রুপি

ছবি: রয়টার্স

শুক্রবার মার্কিন ডলারের বিপরীতে পাকিস্তানি রুপির দরপতন অব্যাহত ছিল। আন্তঃব্যাংক বাজারে সপ্তাহব্যাপী অবমূল্যায়নে আজ দর কমেছে ১.২৫ রুপি বা শূন্য দশমিক ৫৭ শতাংশ। আজ ডলারের বিপরীতে পাকিস্তানি রুপির দর ছিল ২২০.৬। যা গতকাল ছিল ২১৯.৪১।

পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, ২৬ আগস্ট শেষ হওয়া সপ্তাহে গ্রিনব্যাকের বিরুদ্ধে ৬.০১ হারিয়েছে পাকিস্তানি রুপি।

বিশ্লেষক ও বিশেষজ্ঞরা বলছেন, আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) আগামী ২৯ আগস্ট নির্বাহী বোর্ডের সভায় পাকিস্তানকে ১.১৭ বিলিয়ন ডলার অর্থ বিতরণ না করা পর্যন্ত রুপির পতন অব্যাহত থাকবে।

ব্লুমবার্গ টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে স্টেট ব্যাংক অব পাকিস্তানের ভারপ্রাপ্ত গভর্নর মুর্তজা সৈয়দ বলেন, নির্বাহী বোর্ডের অনুমোদনের ৬ দিনের মধ্যে আইএমএফের কাছ থেকে পাকিস্তান এই ঋণ পেতে পারে। একবার পাকিস্তান আইএমএফের কাছ থেকে ঋণ পাওয়ার পরে, বিশেষজ্ঞরা ভবিষ্যদ্বাণী করছেন- দেশটি বহুপাক্ষিক এবং দ্বিপক্ষীয় সংস্থাগুলোর কাছ থেকে অতিরিক্ত তহবিল পাবে। যা বৈদেশিক মুদ্রার রিজার্ভকে বাড়াবে।

আইএমএফের চাপ ছাড়াও, সরকার বিলাসবহুল পণ্য আমদানির ওপর কয়েক মাস ধরে চলা নিষেধাজ্ঞাও তুলে নিয়েছে। কিন্তু, রপ্তানি কাঙ্ক্ষিত গতিতে বৃদ্ধি পায়নি। ফলে, রুপির ওপর চাপ বাড়ছে।

Comments

The Daily Star  | English

Dhaka airport receives 2nd bomb threat

Operations at HSIA continue amid heightened security

3h ago