চীনের অর্থনীতি নিয়ে পশ্চিমা উদ্বেগ প্রত্যাখান বেইজিংয়ের

চীন, অর্থনীতি, অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র, বেইজিং,
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং। রয়টার্স ফাইল ফটো

চীনের অর্থনীতি স্থিতিশীল বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। একইসঙ্গে তারা পশ্চিমা দেশগুলোর উদ্বেগ প্রত্যাখ্যান করেছে।

আজ মঙ্গলবার রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

রয়টার্স বলছে, সম্প্রতি অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের কর্মকর্তারা প্রকাশ্যে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি চীনকে নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন চীনের অর্থনৈতিক পরিস্থিতিকে 'সংকটময়' বলে অভিহিত করেছেন। অস্ট্রেলিয়ার কোষাধ্যক্ষ জিম চ্যামার বলেছেন, চীনের অর্থনীতির ধীরগতি অস্ট্রেলিয়ার ওপর প্রভাব ফেলতে পারে।

তবে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে বলেন, 'আমরা মনে করি চীনকে নিয়ে এমন তথ্য প্রতিবারই ছড়ানো হয়।'

বাইডেন বা চ্যামারদের নাম উল্লেখ না করে মাও বলেন, 'সত্যি কথা হচ্ছে, চীনের অর্থনীতি ধসে পড়েনি। আমাদের অর্থনীতির অনেক সম্ভাবনা আছে। আমরা টেকসই অর্থনৈতিক উন্নয়ন নিয়ে আত্মবিশ্বাসী এবং তা অর্জনের সক্ষমতা রাখি।'

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, তিন বছরের কঠোর করোনা বিধিনিষেধের পরে চীনের অর্থনৈতিক পুনরুদ্ধার প্রথম ত্রৈমাসিকে দ্রুত গতির হলেও পরে তা আবার শ্লথ হয়ে গেছে।

রয়টার্সের জরিপে বিশ্লেষকরা বলছেন, চলতি বছর অর্থনৈতিক প্রবৃদ্ধি হবে ৫ শতাংশ, যা জুলাইয়ের জরিপের ৫ দশমিক ৫ শতাংশের চেয়ে কম।

Comments

The Daily Star  | English

Homes of ex army chief Moeen U Ahmed, AL leaders attacked in Noakhali

The incidents occurred between 8:00pm and 2:30am. Upon receiving reports, separate teams from the army and police visited the sites.

20m ago