ভারতের পর চাল রপ্তানি স্থগিত করল আরব আমিরাত

মধ্যপ্রাচ্য, সংযুক্ত আরব আমিরাত, ভারত, চাল রপ্তানি,
রয়টার্স ফাইল ফটো

মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাত ৪ মাসের জন্য চাল রপ্তানি ও পুনঃরপ্তানি স্থগিত করার ঘোষণা দিয়েছে।

ভারত চাল রপ্তানি নিষিদ্ধ করার কিছু দিন পর এমন সিদ্ধান্ত নিয়েছে আরব আমিরাত।

খালিজ টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সংযুক্ত আরব আমিরাতে অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, চাল রপ্তানি ও পুনঃরপ্তানি সাময়িকভাবে স্থগিত করা হলো। স্থানীয় বাজারে পর্যাপ্ত চাল সরবরাহ নিশ্চিত করতে ২০২৩ সালের মিনিস্ট্রিয়াল রেজোলিউশন-১২০ অনুযায়ী এই স্থগিতাদেশ ৪ মাসের জন্য বহাল থাকবে।

এই স্থগিতাদেশ সমন্বিত শুল্কের (১০০৬) আওতাধীন সব ধরনের চালের জাতের ক্ষেত্রে প্রযোজ্য হবে।

আরব আমিরাতের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে দেশটির আল মায়া গ্রুপ। কোম্পানিটির গ্রুপ ডিরেক্টর ও পার্টনার কামাল ভাচানি খালিজ টাইমসকে বলেন, এতে স্থানীয় বাজারে চালের দাম কমবে এবং চালের সরবরাহ বাড়বে।

Comments

The Daily Star  | English

Managing expectations the challenge for EC

The EC was a rubber stamp to legalise AL's usurpation of power in last three elections

2h ago