সেদ্ধ চাল রপ্তানিতে ভারতের ২০ শতাংশ শুল্ক আরোপ
সেদ্ধ চাল রপ্তানিতে ২০ শতাংশ শুল্ক আরোপ করেছে ভারত। এই সিদ্ধান্ত তাৎক্ষণিকভাবে কার্যকর হয়েছে।
চাল রপ্তানিতে শীর্ষে থাকা ভারত এমন সময় এই সিদ্ধান্ত নিলো যখন বিশ্বে চালের দাম ১২ বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে রয়েছে। এর ফলে বিশ্ব বাজারে চালের দাম আরেক দফা বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।
গত মাসে আতপ চাল রপ্তানিতে নিষেধাজ্ঞা দিয়েছিল ভারত। বাসমতী ছাড়া অন্যান্য আতপ চাল রপ্তানিতে এই নিষেধাজ্ঞা দেওয়ার আগে গত বছর ভাঙা চাল রপ্তানিতেও নিষেধাজ্ঞা দিয়েছিল দেশটি।
মুম্বাইভিত্তিক এক চাল রপ্তানিকারক জানান, এই দুই নিষেধাজ্ঞা ফলে সেদ্ধ চালের ওপর চাপ বাড়ছিল। এক পর্যায়ের এর দাম রেকর্ড পরিমাণে বেড়ে যায়।
তিনি আরও জানান, সেদ্ধ চালের ওপর ভারতের শুল্ক আরোপের ফলে এর দাম পাকিস্তান ও থাইল্যান্ডের চালের সমান হয়ে যাবে। এতে ক্রেতাদের কম দামে চাল পাওয়ার আর কোনো সুযোগ থাকল না।
ভারত গত মাসে রপ্তানিতে নিষেধাজ্ঞা দেওয়ার পর চালের দাম ২৫ শতাংশ বেড়ে যায়। গত কয়েক দিন ধরে এই দাম কমতে শুরু করেছিল। এবার সেদ্ধ চালে শুল্ক আরোপ করায় দাম আবার বাড়বে।
২০২২ সালে ভারত ৭ দশমিক ৪ মিলিয়ন টন সেদ্ধ চাল রপ্তানি করেছে।
বিশ্বের মোট চাল রপ্তানির ৪০ শতাংশেরও বেশি আসে ভারত থেকে। এই দেশটি থেকে চাল রপ্তানি কমে যাওয়ার অর্থ হলো বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম বেড়ে যাওয়া। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে এমনিতেই খাদ্যপণ্যের চড়া মূল্যের মধ্যে এটি বাড়তি চাপ তৈরি করবে।
Comments