বাণিজ্যিক যানবাহনের দাম বাড়াচ্ছে টাটা মোটরস

টাটা মোটরস, টাটার ট্রাক, টাটা বাস,
রয়টার্স ফাইল ফটো

আসছে বছরের ১ জানুয়ারি থেকে বাণিজ্যিক যানবাহনের দাম তিন শতাংশ পর্যন্ত বাড়ানোর ঘোষণা দিয়েছে টাটা মোটরস।

আজ রোববার ভারতীয় সংবাদমাধ্যম জি বিজনেসের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

টাটা মোটরসের এক বিবৃতিতে বলা হয়েছে, বাণিজ্যিক যানবাহনের জন্য নতুন দাম প্রযোজ্য হবে।

টাটা গ্রুপের একটি প্রতিষ্ঠান টাটা মোটরস লিমিটেড। প্রতিষ্ঠানটি গাড়ি, ইউটিলিটি যানবাহন, পিক-আপ, ট্রাক ও বাসের শীর্ষস্থানীয় অটোমোবাইল প্রস্তুতকারী।

জি বিজনেসের প্রতিবেদন অনুযায়ী, টাটা মোটরস ভারতের বাণিজ্যিক যানবাহন বাজারের শীর্ষস্থানীয় এবং যাত্রীবাহী যানবাহনের বাজারে শীর্ষ তিনটির মধ্যে একটি।

Comments

The Daily Star  | English

People will have to take to the streets for voting rights: Fakhrul

People will have to take to the streets like they did on August 5 to realise their voting rights, said BNP Secretary General Mirza Fakhrul Islam Alamgir today

42m ago