বিশ্বব্যাংক-আইএমএফের বৈঠকে যোগ দিতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর

ahsan h mansur
আহসান এইচ মনসুর। ছবি: সংগৃহীত

বিশ্বব্যাংক ও আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ২০২৪ সালের বার্ষিক সভায় যোগ দিতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর।

বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা এই তথ্য জানিয়েছেন।

২১ থেকে ২৬ অক্টোবরের মধ্যে এই বৈঠক হওয়ার কথা রয়েছে।

ডেপুটি গভর্নর হাবিবুর রহমানকে সঙ্গে নিয়ে আগামী ১৯ অক্টোবর ঢাকা ত্যাগ করবেন আহসান এইচ মনসুর।

জানা গেছে, অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ এবং অর্থসচিব ও অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব বৈশ্বিক ঋণদাতাদের সঙ্গে বৈঠকে অংশ নেবেন।

বৈঠক শেষে ব্যক্তিগত কারণে ২৭ থেকে ৩১ অক্টোবর পর্যন্ত যুক্তরাষ্ট্রে অবস্থান করবেন এবং ৩ নভেম্বর ঢাকায় ফিরতে পারেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর।

তার অনুপস্থিতিতে ডেপুটি গভর্নররা দায়িত্ব পালন করবেন।

Comments

The Daily Star  | English

Those involved in Ijtema ground deaths won't be spared: home adviser

He also said that those who are involved with the killings must be brought to book.

28m ago