দক্ষ জনশক্তি তৈরিতে কোইকার ১১৭ কোটি টাকার সহায়তা চুক্তি

কোইকা
দক্ষ জনশক্তি তৈরিতে কোরিয়া ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির (কোইকা) সঙ্গে সহায়তা চুক্তি সই করেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। ছবি: সংগৃহীত

দক্ষশক্তি তৈরিতে দক্ষিণ কোরিয়ার সহায়তা সংস্থা কোরিয়া ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (কোইকা) বাংলাদেশকে ১১৭ কোটি টাকা সহায়তা দেবে।

গতকাল বুধবার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থার মন্ত্রণালয়ের সঙ্গে কোরীয় সংস্থাটি আর্থিক সহায়তা চুক্তি সই করেছে।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থার মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. রুহুল আমিনের সঙ্গে কোইকার কান্ট্রি ডিরেক্টর তাইয়ং কিম দুই দেশের পক্ষে চুক্তিটি সই করেন।

সেসময় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী, মন্ত্রণালয়ের ঊর্ধতন কর্মকর্তা ও কোইকার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

চুক্তি সই অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, 'প্রকল্পটি কোইকা চট্টগ্রামের বাংলাদেশ-কোরিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রকে আধুনিকায়ন ও চাহিদা নির্ভর দক্ষ জনশক্তি গড়তে সহায়তা করবে।'

তিনি আশা করেন, প্রকল্পের সুষ্ঠু বাস্তবায়নের মাধ্যমে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রগুলোকে আরও যুগপোযোগী করা হবে। পাশাপাশি, এ সব কেন্দ্রে প্রশিক্ষণপ্রাপ্তরা দক্ষিণ কোরিয়াসহ অন্যান্য দেশে কাজের সুযোগ পাবে।

গত ৭ জুলাই কোইকা বাংলাদেশকে ১১৭ কোটি টাকার আর্থিক সহায়তার প্রস্তাব দিয়েছিল।

Comments

The Daily Star  | English

65pc of suicide victims among students are teens: survey

Teenagers (aged 13-19) made up 65.7% of 310 students who died by suicide in 2024, according to a survey by Aachol Foundation.

1h ago