সোনার দাম ভরিতে কমল ৮৪০ টাকা

প্রতীকী ছবি

দেশের বাজারে সোনার দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।

আজ শনিবার বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে পিওর গোল্ডের মূল্য কমেছে। তাই স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং সভায় দাম কমানোর এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ থেকে নতুন দর কার্যকর হবে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারট প্রতি গ্রাম সোনার মূল্য হবে ১ লাখ ১৮ হাজার ৭৯৮ টাকা। অর্থাৎ প্রতি ভরি (১ ভরি সমান ১১.৬৬৪ গ্রাম) সোনার জন্য এখন থেকে ১ লাখ ১৮ হাজার ৭৯৮ টাকা খরচ করতে হবে, আগে যা ছিল ১ লাখ ১৯ হাজার ৬৩৮ টাকা।

Comments

The Daily Star  | English

BB to adopt more flexible exchange rate to meet IMF conditions

After a months-long stalemate, the Bangladesh Bank (BB) is finally set to adopt a more flexible exchange rate regime to fulfil conditions tied to a $4.7 billion International Monetary Fund (IMF) loan programme, which will likely enable Bangladesh to receive $1.3 billion in the fourth and fifth tranches.

8h ago