প্রতিদিন ওয়েবসাইটে পণ্যের দাম জানাবে বাণিজ্য মন্ত্রণালয়

রমজান, নিত্যপণ্য, ইফতারের পণ্য, ভোজ্যতেল, চিনি, খেজুর, চাল,
রাজধানীর একটি মুদি দোকানের সাধারণ চিত্র। স্টার ফাইল ফটো

বাণিজ্য মন্ত্রণালয় মার্চের প্রথম সপ্তাহ থেকে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারভিত্তিক খুচরা ও পাইকারি মূল্য তাদের ওয়েবসাইটে প্রকাশ করবে। যেন ভোক্তারা ন্যায্য মূল্যে পণ্য কিনতে পারেন।

মূল্য নির্ধারণ পদ্ধতির আওতায় খাদ্য, কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদসহ বিভিন্ন মন্ত্রণালয় প্রতিদিন একটি করে মূল্য তালিকা বাণিজ্য মন্ত্রণালয়কে সরবরাহ করবে এবং বাণিজ্য মন্ত্রণালয় বিভিন্ন বাজারের এই মূল্য পর্যালোচনা করবে।

নাম প্রকাশে অনিচ্ছুক বাণিজ্য মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, বাণিজ্য মন্ত্রণালয় যদি মনে করে, কোনো বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেশি, তাহলে তারা পণ্যটির দাম নির্ধারণ করে নিজেদের ওয়েবসাইটে প্রকাশ করবে।

তিনি আরও বলেন. অন্যথায় তারা কোনো পণ্যের দাম নির্ধারণ বা পরিবর্তন করবে না বলে জানান ওই কর্মকর্তা।

মূল্য নির্ধারণী পদ্ধতির আওতায় থাকা নিত্যপ্রয়োজনীয় পণ্যের বেশিরভাগ চাল, আটা, ভোজ্যতেল ও কিছু মসলা পণ্য

আজ বুধবার সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটুর সভাপতিত্বে টাস্কফোর্সের সভা শেষে ওই কর্মকর্তা এসব তথ্য জানান।

বাণিজ্য মন্ত্রণালয় অত্যাবশ্যকীয় পণ্য আইনে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেশি বলে মনে করলে মূল্য নির্ধারণ করার ক্ষমতা রাখে।

দ্য ডেইলি স্টারের এক প্রশ্নের জবাবে বাণিজ্য মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব তপন কান্তি ঘোষ হোয়াটসঅ্যাপ বার্তায় জানান, বাণিজ্য মন্ত্রণালয় গতকাল ১৭টি নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নির্ধারণের কোনো সিদ্ধান্ত নেয়নি।

Comments

The Daily Star  | English
How artistes flamed cultural defiance in July

How artistes flamed cultural defiance in July

From stage to street, artistes and activists led a cultural revolt against brutality and censorship

7h ago