এখন পর্যন্ত ১৯৪০০ টন আলু আমদানির অনুমতি
আমদানির সিদ্ধান্ত নেওয়ার পর এখন পর্যন্ত ১৯ হাজার ৪০০ টন আলু আমদানির অনুমতি দেওয়া হয়েছে।
আজ মঙ্গলবার কৃষি মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মো. কামরুল ইসলাম ভূঁইয়া এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, 'আলু আমদানির অনুমতি দেওয়া শুরু করেছে কৃষি মন্ত্রণালয়। এখন পর্যন্ত ২৮টি আবেদনের বিপরীতে ১৯ হাজার ৪০০ টন আলু আমদানির ছাড়পত্র দেওয়া হয়েছে।'
এর আগে, গতকাল বাজারে সরবরাহ বাড়াতে ও দাম নিয়ন্ত্রণে রাখতে আলু আমদানির অনুমতি দেওয়ার সিদ্ধান্ত নেয় সরকার।
আলু আমদানির অনুমতির জন্য আমদানিকারকদের কাছ থেকে আবেদন চেয়েছিল বাণিজ্য মন্ত্রণালয়।
এমন সময়ে আলু আমদানি করা হচ্ছে যখন ঢাকার ভোক্তাদের এক কেজি আলু কিনতে ৬০ টাকা গুনতে হচ্ছে।
Comments