সৌদি ও আমিরাত থেকে ১৫ লাখ টন অপরিশোধিত তেল আমদানি করবে বাংলাদেশ

রয়টার্স ফাইল ফটো

২০২৪ সালে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত (ইউএই) থেকে ১৫ লাখ টন অপরিশোধিত তেল আমদানি করবে বাংলাদেশ।

আজ বুধবার অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এই সংক্রান্ত একটি প্রস্তাবের নীতিগত অনুমোদন দেওয়া হয়।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সাঈদ মাহবুব খান জানান বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের উত্থাপিত রাষ্ট্রীয় মালিকানাধীন বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) প্রস্তাব অনুযায়ী অপরিশোধিত তেল সরাসরি ক্রয় পদ্ধতিতে (ডিপিএম) আমদানি করা হবে।

প্রস্তাবে উল্লেখ করা হয়, সৌদি আরামকো ও সংযুক্ত আরব আমিরাতভিত্তিক অ্যাডনক সম্পূর্ণ অপরিশোধিত পেট্রোলিয়াম সরবরাহ করবে।

এছাড়া তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অধীন বাংলাদেশে হাই-টকে পার্ক কর্তৃপক্ষ 'ডিজিটাল উদ্যোক্তা এবং উদ্ভাবন ইকো-সিস্টেম' প্রকল্পের আওতায় ঢাকার কাওরানবাজারে ৪টি বেজমেন্টের ওপরে ৯তলা বিশিষ্ট 'ভিশন ২০৪১ স্মার্ট টাওয়ার' নির্মাণ কাজ শেষে স্মার্ট টাওয়ারটির অপারেশন ও মেইনটেনেন্স কাজে বেসরকারি অপারেটরের মাধ্যমে বাস্তবায়নের জন্য অপারেটর নিয়োগের ক্রয় প্রস্তাব নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে।

Comments

The Daily Star  | English

Step up diplomacy as US tariff clock ticks away

Bangladesh must intensify trade diplomacy to protect garment exports from steep US tariffs as the clock runs down on a three-month reprieve, business leaders warned yesterday.

8h ago