পেমেন্ট সার্ভিস প্রোভাইডার লাইসেন্স পেল সেবা ফিনটেক

বাংলাদেশ ব্যাংক, পেমেন্ট সার্ভিস প্রোভাইডার, পিএসপি, সেবা ফিনটেক লিমিটেড,

বাংলাদেশ ব্যাংক থেকে পেমেন্ট সার্ভিস প্রোভাইডার (পিএসপি) লাইসেন্স পেয়েছে সেবা ফিনটেক লিমিটেড।

এই লাইসেন্স পাওয়ায় সেবা নিজস্ব মোবাইল ওয়ালেট চালু করতে পারবে।

কেন্দ্রীয় ব্যাংক আজ সোমবার এক সার্কুলারে জানিয়েছে, কিছু শর্তে সেবা ফিনটেককে লাইসেন্স দেওয়া হয়েছে।

তবে, কেন্দ্রীয় ব্যাংক সার্কুলারে শর্তগুলো উল্লেখ করেনি।

সেবা ফিনটেক লিমিটেড মূলত তথ্যপ্রযুক্তি সেবা ও পরামর্শদাতা প্রতিষ্ঠান।

Comments