সিডনির ‘গ্লোবাল সোর্সিং এক্সপো’য় বাংলাদেশের ২২ প্রতিষ্ঠান

গ্লোবাল সোর্সিং এক্সপো সিডনি
সিডনির আন্তজার্তিক কনভেনশন সেন্টারে আয়োজিত গ্লোবাল সোর্সিং এক্সপোয় বাংলাদেশি রপ্তানি পণ্যের প্রদর্শনী উদ্বোধন। ছবি: সংগৃহীত

অস্ট্রেলিয়ার সিডনিতে অনুষ্ঠিত ৩ দিনের 'গ্লোবাল সোর্সিং এক্সপো সিডনি ২০২৩' আন্তর্জাতিক বাণিজ্য প্রদর্শনীতে বাংলাদেশ হাইকমিশনের উদ্যোগে ২২ বাংলাদেশি প্রতিষ্ঠান অংশ করেছে।

আজ মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সিডনির আন্তজার্তিক কনভেনশন সেন্টারে আজ শুরু হওয়া এই প্রদর্শনী আগামী ১৩ জুলাই পর্যন্ত চলবে। প্রদর্শনীতে ২৯টি দেশের প্রায় ৩৫০ প্রতিষ্ঠান অংশ নিয়েছে।

রপ্তানি উন্নয়ন ব্যুরোর অর্থায়নে ৮ তৈরি পোশাক প্রস্তুত ও সরবরাহকারী প্রতিষ্ঠান তাদের পণ্য প্রদর্শন করছে। এ ছাড়াও, পাটজাত পণ্য ও গৃহসজ্জাসহ অন্য ১৪ প্রতিষ্ঠান এতে অংশ নিচ্ছে।

অস্ট্রেলিয়ায় বাংলাদেশের হাইকমিশনার এম আল্লামা সিদ্দিকী ও আয়োজক প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী মেরি কিন্সেলা সিডনির গ্লোবাল সোর্সিং এক্সপোয় বাংলাদেশি রপ্তানি পণ্যের প্রদর্শনী উদ্বোধন করেন।

সে সময় সিডনিতে বাংলাদেশের কনসাল জেনারেল ও কমার্শিয়াল কাউন্সেলরসহ হাইকমিশনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অস্ট্রেলিয়ার সিডনি ও মেলবোর্নে এ ধরনের আন্তর্জাতিক বাণিজ্য প্রদর্শনী বছরে ২ বার অনুষ্ঠিত হয়। আন্তজার্তিক বাণিজ্যের ক্ষেত্রে এ আয়োজন পণ্য প্রদর্শনী, নতুন বাজার অনুসন্ধান ও পারস্পারিক যোগাযোগ স্থাপনে আমদানি ও রপ্তানিকারক এবং উৎপাদক ও সরবরাহকারীদের জন্য গুরুত্বপূর্ণ প্লাটফর্ম হিসেবে কাজ করে।

অস্ট্রেলিয়ায় বাংলাদেশের রপ্তানি পণ্যের প্রায় ৯৩ শতাংশ তৈরি পোশাক সামগ্রী। বর্তমানে বাংলাদেশ অস্ট্রেলিয়ার ৩২তম বৃহত্তম বাণিজ্যিক অংশীদার।

Comments

The Daily Star  | English

Each martyr family to get Tk 30 lakh: Prof Yunus

Vows to rehabilitate them; govt to bear all expenses of uprising injured

29m ago