ঈদের ছুটির পর ব্যাংক, বিমা ও শেয়ার বাজার খুলেছে আজ

অফিস খুলেছে
ঈদের ছুটির পর রাজধানীর মতিঝিলে সোনালী ব্যাংকের প্রধান কার্যালয়ে প্রথম কর্মদিবস। ছবি: প্রবীর দাশ/স্টার

পবিত্র ঈদুল আজহার ৪ দিনের ছুটি ও সাপ্তাহিক ছুটি শেষ হয়েছে।

আজ রোববার ১০টায় সরকারি অফিস, আদালত, ব্যাংক-বিমা ও শেয়ারবাজার খুলেছে।

গত বৃহস্পতিবার মুসলিম উম্মাহর অন্যতম বড় উৎসব ঈদুল আজহা সারাদেশে উদযাপিত হয়েছে।

এর আগে ঈদের ছুটি একদিন বাড়িয়ে ৪ দিন করার সিদ্ধান্ত নেয় সরকার। ফলে ঈদ উপলক্ষে ২৭ থেকে ৩০ জুন ছুটি ছিল। পরের দিন ১ জুলাই শনিবার ছিল সাপ্তাহিক ছুটি।

ফলে এবারের ঈদুল আজহার ছুটি ক্ষেত্রবিশেষে গিয়ে দাঁড়ায় ৫ দিনে।

তবে দেশের ৯ হাজার ৯১৫টি শিল্প-কারখানার মধ্যে ৭১টি কারখানার শ্রমিকরা ঈদুল আজহায় ছুটি পাননি।

এর মধ্যে বিজিএমইএ, বিকেএমইএ, বিটিএমএ, বেপজা ও জুট মিলের অন্তর্গত কারখানার সংখ্যা ১২টি এবং ছোট কারখানার সংখ্যা ৫৯টি বলে জানিয়েছে শিল্প পুলিশ ইউনিট।

Comments

The Daily Star  | English

Over 102,000 annual deaths in Bangladesh linked to air pollution

Study also finds air pollution behind 266 million sick days every year hurting the economy

28m ago