দেশ থেকে চামড়া পাচারের সুযোগ নেই: বাণিজ্যসচিব

নির্দিষ্ট দামে পণ্য বিক্রয় হচ্ছে কি না, তা তদারকি করতে বেশ কিছু দোকান পরিদর্শন করেনবাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ। ছবি: সংগৃহীত

ঈদুল আযহায় অতিরিক্ত সরবরাহ থাকলেও দেশ থেকে অবৈধভাবে পশুর চামড়া পাচার হওয়ার সুযোগ নেই।

আজ শনিবার ফরিদপুরে কোরবানির চামড়ার সুষ্ঠু ব্যবস্থাপনা ও মনিটরিং কার্যক্রম পরিচালনা এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার মূল্য পরিদর্শন করার সময় সাংবাদিকদের এ কথা বলেন বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ।

বাণিজ্য মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, 'বিজিবি, জেলা প্রশাসনসহ আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। চামড়া যেন কোনোভাবেই পাচার না হয়, সেজন্য সরকারের পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।'

দাম প্রসঙ্গে অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, 'ঈদুল আযহার সময় চামড়ার অতি সরবরাহের কারণে দাম কিছুটা কম থাকে। কিন্তু এই চামড়া যদি সঠিকভাবে সংরক্ষণ করে রাখা যায়, তাহলে পরবর্তীতে ভালো দামে বিক্রয় করা সম্ভব।'

তপন কান্তি ঘোষ আরও বলেন, 'বর্তমানে আমরা শুধু চীনের বাজারে চামড়া রপ্তানি করি। লেদার ওয়ার্কিং গ্রুপের সার্টিফিকেশন পেলে সব দেশই রপ্তানি করা সম্ভব হবে। এতে করে চামড়ার বাজার চাঙ্গা হবে এবং ব‌্যবসায়ীরাও ভালো দাম পাবেন।'

তপন কান্তি ঘোষ ফরিদপুরের একাধিক চামড়ার আড়ৎ পরিদর্শন করেন এবং নির্দিষ্ট দামে পণ্য বিক্রয় হচ্ছে কি না, তা তদারকি করতে বেশ কিছু দোকান পরিদর্শন করেন।

Comments

The Daily Star  | English

Protests disrupt city life, again

Protests blocking major thoroughfares in Karwan Bazar and Shahbagh left the capital largely paralysed

29m ago