রপ্তানি আয়ে ডলারের দাম বাড়ল
আগামী ২ জুলাই থেকে রপ্তানিকারকরা ডলারের বিপরীতে ১০৭ টাকা ৫০ পয়সা পাবেন। বর্তমানে তারা পান ১০৭ টাকা।
আজ সোমবার বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলার্স অ্যাসোসিয়েশন (বাফেদা) ও অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশের (এবিবি) যৌথ সভা শেষে এই সিন্ধান্ত নেওয়া হয়েছে।
এবিবির চেয়ারম্যান সেলিম আরএফ হুসাইন দ্য ডেইলি স্টারকে বলেন, 'আমাদের লক্ষ্য এ বছরের তৃতীয় ত্রৈমাসিকের মধ্যে ডলারের বিনিময় হারের ব্যবধান কমানো এবং একক হারে পৌঁছানো।'
তবে, ডলারের অন্যান্য হার অপরিবর্তিত থাকবে বলে জানান তিনি।
প্রবাসীরা তাদের পাঠানো রেমিট্যান্সে সরকারের ২.৫ শতাংশ প্রণোদনা ছাড়াও প্রতি মার্কিন ডলারের বিপরীতে ১০৮.৫ টাকা পাবেন। আন্তঃব্যাংক লেনদেনে ডলারের হার ১০৯ টাকা।
পারটেক্স স্টার গ্রুপের মালিকানাধীন ড্যানিশ ফুডস লিমিটেডের হেড অব বিজনেস (এক্সপোর্ট) দেবাশীষ সিংহ বলেন, 'রপ্তানিকারকদের জন্য ডলারের দাম বাড়ায় খুব একটা লাভ হবে না। কারণ কাঁচামালের দাম বেড়ে যাওয়ায় উৎপাদন খরচ বেড়েছে।
Comments