বিনিয়োগের ক্ষেত্র যাচাইয়ে বাংলাদেশে ভারতীয় ব্যবসায়ীরা

বিডা কর্মকর্তাদের সঙ্গে ভারতের চেম্বার অব কমার্সের প্রতিনিধিদের মতবিনিময় সভা। ছবি: সংগৃহীত

বাংলাদেশে বিভিন্ন খাতে ব্যাপক বিনিয়োগ করতে চায় ভারত। ভারত চেম্বার অব কমার্সের নেতৃবৃন্দ এ কথা জানিয়েছেন।

গতকাল সোমবার সন্ধ্যায় বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) কার্যালয়ে বিডা কর্মকর্তাদের সঙ্গে ভারতের ব্যবসায়ী সংগঠন ভারত চেম্বার অব কমার্সের প্রতিনিধিদের মতবিনিময় সভায় এ কথা জানানো হয়।

সভায় বাংলাদেশের ক্রম অর্থনৈতিক উন্নয়ন ও ভবিষ্যৎ পরিকল্পনা, বিনিয়োগের বিভিন্ন খাত, বিনিয়োগ সুযোগ সুবিধা এবং বিডার সার্বিক কর্মকাণ্ড নিয়ে প্রেজেন্টেশন উপস্থাপনা করেন বিডার মহাপরিচালক শাহ মোহম্মদ মাহাবুব। 

সভাপতির বক্তব্যে বিডার নির্বাহী চেয়ারম্যান লোকমান হোসেন মিয়া বলেন, 'গত একযুগে বাংলাদেশ স্থিতিশীল অর্থনৈতিক প্রবৃদ্ধি করেছে এবং বিনিয়োগের অন্যতম সেরা গন্তব্যে পরিণত করেছে। এছাড়াও আমরা ইতোমধ্যে ১০০ অর্থনৈতিক অঞ্চল, ২৭টি হাইটেক পার্ক স্থাপনসহ বিভিন্ন বিনিয়োগের ক্ষেত্র সম্প্রসারণ কার্যক্রম নিয়েছি।'

বাংলাদেশ এক দশক পরেই উচ্চ মধ্য আয়ের দেশে পরিণত হবে, তাই বাংলাদেশে বিনিয়োগ করার এখনই সেরা সময়,' বলেন তিনি।

এ সময় ভারত চেম্বার অব কমার্সের প্রেসিডেন্ট এন জি খইতান বাংলাদেশের উন্নয়নের প্রশংসা করে বলেন, 'ভারত বাংলাদেশ সবসময় বন্ধুপ্রতিম রাষ্ট্র। গত ১০ বছরে বাংলাদেশের উন্নয়ন চোখে পড়ার মত। ভারতীয় বিনিয়োগকারীরা সবসময় বাংলাদেশের এই উন্নয়নের সহযোগী হতে আগ্রহী।'

সভায় ভারত চেম্বার অব কমার্সের সেক্রেটারি অভিক রয় বলেন, 'বাংলাদেশে বিনিয়োগের ক্ষেত্রগুলো যাচাইয়ের জন্য আমরা ৪ দিনের সফরে এসেছি। এ সময় আমরা বিনিয়োগের জন্য বিভিন্ন খাত যাচাই করব। আমাদের বিনিয়োগকারীরা বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ করতে আগ্রহী।'  

সভায় বিডার ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন।

Comments

The Daily Star  | English

Basement space was for elevator shaft

Fire service officials drained water from the basement of an adjacent building, addressing speculation about the existence of Aynaghar

9h ago