রডের দাম প্রতি টন ১ লাখ টাকা ছাড়িয়েছে

রড
স্টার ফাইল ফটো

জ্বালানি তেলের দাম এবং ডলার সংকটে উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় দেশে এমএস (মাইল্ড স্টিল) রডের দাম টন প্রতি ১ লাখ টাকা ছাড়িয়ে গেছে বলে জানিয়েছেন এ খাত সংশ্লিষ্টরা।

তবে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের তথ্যে, ৬০ গ্রেডের এমএস রডের দাম সোমবার ৯৫ হাজার ৫০০ টাকা থাকলেও মঙ্গলবার প্রতি টন ৯২ হাজার ৫০০ টাকায় নেমে এসেছে।

কেএসআরএমের উপব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার জাহান রাহাত জানান, তারা মিল গেটে প্রতি টন রড বিক্রি করছেন ৯৭ হাজার টাকায়।

মিল গেটের মূল্যের সাথে পরিবহন, লোডিং এবং আনলোডিংয়ের মতো অন্যান্য খরচ যোগ করা হলে, ভোক্তা পর্যায়ে খুচরা মূল্য প্রতি টন ১ লাখ টাকা ছাড়িয়ে যাবে।

বিএসআরএম মিল গেটে প্রতি টন রড বিক্রি করছে ৯৮ হাজার ৫০০ টাকায়।

উৎপাদকদের মতে, ৬০ গ্রেডের রডের উৎপাদন খরচ বেড়ে টনপ্রতি ১ লাখ ৩৫৬০ টাকায় পৌঁছেছে। তাই তারা দাম সমন্বয় করার সিদ্ধান্ত নিয়েছে।

রাহাত বলেন, দাম বাড়ার পরও ভোক্তারা পরিস্থিতি বুঝে রড কিনছেন বলে বিক্রিতে তেমন কোনো প্রভাব পড়ছে না।

 

Comments