রমজানে খাদ্যদ্রব্য মজুদের চেষ্টা করলে ব্যবস্থা: বাণিজ্যমন্ত্রী

চাঁদপুরে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। ছবি: সংগৃহীত

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বাজার মনিটরিং করছে ও করবে। তাদের সহযোগিতা করার জন্য কমিশনার, জেলা প্রশাসকদের অনুমতি দেওয়া আছে। র‌্যাব-পুলিশও এতে সহযোগিতা করবে। রমজানে কেউ খাদ্যদ্রব্য মজুদ করার চেষ্টা করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

আজ শুক্রবার বিকেলে চাঁদপুর শহরের বাবুরহাট পুলিশলাইন্সে সেবা প্রকল্প উদ্বোধন অনুষ্ঠানে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, 'যেসব পণ্য আমাদের আমদানি করতে হয়, সেগুলোর দাম সারা বিশ্বে বেড়েছে। এ কথা বিবেচনা করে আসন্ন রমজানে আমাদের প্রধানমন্ত্রী ১ কোটি পরিবারকে তেল, চিনি, ডাল এবং রমজান মাস উপলক্ষে খেজুর ও ছোলা বুট দিচ্ছেন সাশ্রয়ী দামে। আমরা আশা করছি, রমজান মাসের জন্য আমাদের যে খাদ্যসামগ্রী দরকার, সেটা পুরোপুরি আমাদের হাতে রয়েছে।'

তিনি আরও বলেন, 'রমজান মাস আসার আগেই পণ্য কেনার জন্য সবাই যেন হুমড়ি খেয়ে না পড়ে একসঙ্গে। কারণ পণ্য সরবরাহের একটি পর্যায়ক্রম থাকে। কেউ যদি মনে করে একসঙ্গে কিনে জমা রাখবে, তাহলে পণ্যসামগ্রীর ওপর চাপ পড়ে যাবে। আমাদের সবকিছু পর্যাপ্ত মজুদ আছে, দাম বাড়ার কোনো কারণ নেই। শুধু একসঙ্গে কেনার বিষয়টি পরিহার করতে হবে।'

এ সময় বাণিজ্যমন্ত্রী দরিদ্র নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করেন এবং পুলিশলাইন্সে গাছের চারা রোপণ করেন।

চাঁদপুরের পুলিশ সুপার মো. মিলন মাহমুদ, পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) চাঁদপুর সভানেত্রী ডা. আপসানা শর্মীসহ অন্যান্য পুলিশ কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

Comments

The Daily Star  | English

DC conference-2025: DCs push to override local reps’ powers

Deputy commissioners yesterday proposed reducing the authority of local representatives while expanding their own administrative powers in various sectors.

8h ago