‘সুপারব্র্যান্ড’ স্বীকৃতি পেল দ্য ডেইলি স্টার

বাংলাদেশের সর্বাধিক প্রচারিত ইংরেজি দৈনিক ‘দ্য ডেইলি স্টার' ২০২৩-২৪ সালের সংবাদপত্র বিভাগে ‘সুপারব্র্যান্ড’ হিসেবে স্বীকৃতি পেয়েছে।

বাংলাদেশের সর্বাধিক প্রচারিত ইংরেজি দৈনিক 'দ্য ডেইলি স্টার' ২০২৩-২৪ সালের সংবাদপত্র বিভাগে 'সুপারব্র্যান্ড' হিসেবে স্বীকৃতি পেয়েছে।

গতকাল শনিবার ঢাকার শেরাটনে এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে বিভিন্ন ক্যাটাগরিতে ৪০টি স্থানীয় ব্র্যান্ডকে এই স্বীকৃতি দিয়েছে বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম।

সুপারব্র্যান্ডস বিশ্বব্যাপী ব্র্যান্ডগুলোর জন্য একটি আন্তর্জাতিক আর্বিটার যা বর্তমানে বিশ্বজুড়ে ৯০টি দেশে বিস্তৃত রয়েছে। ১৯৯৪ সালে প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠানটি বৈশ্বিক ব্র্যান্ডগুলোর জন্য সর্বোচ্চ সাফল্যের প্রতীক।  

ব্যবসায়িক ও সামাজিক ভিন্ন ভিন্ন ক্ষেত্র থেকে স্বনামধন্য নিরপেক্ষ এবং স্বাধীন একটি বিশেষজ্ঞ প্যানেলের নিবিড় তত্ত্বাবধানে এবারের সুপারব্র্যান্ডগুলো বাছাই করা হয়েছে। বিশেষজ্ঞের এই প্যানেল 'ব্র্যান্ড কাউন্সিল' নামে পরিচিত।

Comments

The Daily Star  | English

A loud scream, followed by complete silence

The teep was still visible on Labib's head. His innocent life was lost over a trivial matter

2h ago