জানুয়ারিতে আবারও রপ্তানি ৫ বিলিয়ন ডলার ছাড়াল
নতুন বছরের জানুয়ারি মাসে পণ্য রপ্তানি করে ৫১৩ কোটি ৬২ লাখ ডলার আয় করেছে বাংলাদেশ। এতে প্রবৃদ্ধি হয়েছে ৫ দশমিক ৮৯ শতাংশ।
আজ বৃহস্পতিবার রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) থেকে প্রকাশিত তথ্যে এ কথা জানা গেছে।
ইপিবির তথ্য অনুসারে, গত ডিসেম্বর মাসে রপ্তানি থেকে সর্বোচ্চ ৫৩৬ কোটি ৫২ লাখ ডলার আয় হয়। এর আগে নভেম্বর মাসেও ৫ বিলিয়ন ডলারের বেশি পণ্য রপ্তানি করেছিল বাংলাদেশ।
ইপিবির দেওয়া তথ্য বলছে, জানুয়ারি মাস শেষে অর্থবছরের প্রথম ৭ মাসে মোট রপ্তানি আয় দাঁড়িয়েছে ৩২ দশমিক ৪৪ বিলিয়ন ডলারে, যা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ৯ দশমিক ৮১ শতাংশ বেশি।
Comments