২০২৩ থেকে ইউরোপে-জাপানে আম রপ্তানির পরিকল্পনা চলছে: কৃষিমন্ত্রী

বাংলাদেশ ২০২৩ সাল থেকে জাপান ও ইউরোপের দেশগুলোতে বাণিজ্যিকভাবে আম রপ্তানি শুরু করার পরিকল্পনা করছে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী মুহাম্মদ আবদুর রাজ্জাক।
২০২৩ থেকে ইউরোপে-জাপানে আম রপ্তানির পরিকল্পনা চলছে: কৃষিমন্ত্রী
মঙ্গলবার রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে জাপানের কৃষিযন্ত্র নির্মাতা প্রতিষ্ঠান ইয়ানমার-এসিআই মোটরস্ এর যৌথ উদ্যোগে কৃষিপ্রযুক্তি পার্কের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কৃষিমন্ত্রী। ছবি: স্টার

বাংলাদেশ ২০২৩ সাল থেকে জাপান ও ইউরোপের দেশগুলোতে বাণিজ্যিকভাবে আম রপ্তানি শুরু করার পরিকল্পনা করছে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী মুহাম্মদ আবদুর রাজ্জাক।

তিনি বলেন, 'জাপান ও ইইউ দেশগুলোতে আম রপ্তানির জন্য আমাদের কিছু নিয়ম মেনে চলতে হবে।' 

এ জন্য সরকার নিরাপদ আম নিশ্চিত করতে ২ বছরের 'ভেপর হিট ট্রিটমেন্ট' প্রকল্প হাতে নিয়েছে বলে জানান তিনি।

মঙ্গলবার (০১ নভেম্বর) রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে জাপানের কৃষিযন্ত্র নির্মাতা প্রতিষ্ঠান ইয়ানমার-এসিআই মোটরস্ এর যৌথ উদ্যোগে কৃষিপ্রযুক্তি পার্কের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানে জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি বাংলাদেশ থেকে আম নিতে আগ্রহ প্রকাশ করেন।

এসময় বাংলাদেশে কৃষি উৎপাদন শিল্প গড়ে তোলার জন্যও জাপানের কাছে অনুরোধ জানান কৃষিমন্ত্রী। 

 

Comments

The Daily Star  | English

Wage growth still below inflation

Unskilled workers wage grew 8.01% in September this year when inflation was 9.92%

4h ago