কৃষি এখন জিন্স পরা কৃষকের হাতে: কৃষিমন্ত্রী
কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মো. আব্দুর রাজ্জাক বলেছেন, দেশে এখন নেংটি পরা কৃষক নেই, কৃষি এখন জিন্স প্যান্ট পরা কৃষকের হাতে। এই তরুণ শিক্ষিত কৃষককে নির্দেশনা দেওয়ার জন্য কৃষিবিদদের প্রস্তুত হতে হবে।
আজ সোমবার বিকেলে বগুড়ায় পল্লী উন্নয়ন একাডেমিতে এই অঞ্চলের কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন দপ্তর ও সংস্থার কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।
কৃষি খাতে বিপুল পরিমাণ ভর্তুকি দেওয়ার কথা উল্লেখ করে তিনি বলেন, বর্তমান সরকার দেশের কৃষকের বঞ্চনার অবসান ঘটাতে কাজ করছে। সরকার চায় কৃষি লাভজনক হোক, কৃষিকাজ করে কৃষকেরা উন্নত জীবন পাক। সেজন্য, সারসহ বিভিন্ন কৃষি উপকরণ ও কৃষিযন্ত্রে বিশাল পরিমাণ ভর্তুকি দিয়ে যাচ্ছে। এত ভর্তুকি সারা বিশ্বেই বিরল।
তিনি আরও বলেন, বর্তমান সরকার দুর্ভিক্ষ ও খাদ্য ঘাটতির দেশকে খাদ্য উদ্বৃত্তের দেশে পরিণত করেছে। ১৭ কোটি মানুষের খাদ্যের চাহিদা, সীমিত জমি ও প্রায় প্রতি বছর বন্যা, খরা, সাইক্লোনসহ প্রাকৃতিক দুর্যোগ বিবেচনা করলে, এটি বিরাট অর্জন।
দেশে খাদ্য উৎপাদনে কৃষিবিদদের ভূমিকার গুরুত্ব সম্পর্কে তিনি বলেন, জলবায়ু পরিবর্তনসহ নানা সংকট মোকাবিলা করে এ সাফল্য ধরে রাখতে কৃষিবিদদের অগ্রণী ভূমিকা রাখতে হবে। কৃষি আধুনিকায়ন ও যান্ত্রিকীকরণের দিকে যাচ্ছে, সেটিকে আরও ত্বরান্বিত করতে হবে।
Comments