২০৩০ সালের মধ্যে রিসাইকেল উপাদান দিয়ে ৫০ শতাংশ উৎপাদন: বিজিএমইএ

২০৩০ সালের মধ্যে পুনর্ব্যবহারযোগ্য উপাদান ব্যবহার করে দেশে তৈরি পোশাকের অর্ধেক পণ্য তৈরি করা হবে বলে জানিয়েছে বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিজিএমইএ)।

এ পরিকল্পনা বাস্তবায়ন করতে আজ বৃহস্পতিবার বিজিএমইএ 'সার্কুলার ইকোনমি ইন বাংলাদেশ অ্যাপারেল ইন্ডাস্ট্রি (ক্রিয়েট)' শীর্ষক একটি প্রকল্প চালু করেছে।

প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে বিজিএমইএ সভাপতি ফারুক হাসান বলেন, 'বিজিএমইএর কৌশলগত রূপকল্প ২০৩০ এর মূলে এ পরিকল্পনা রেখেছে। এতে আমরা এসডিজি ১২তম গোলের সঙ্গে সামঞ্জস্য রেখে টেকসই পুনর্ব্যবহারযোগ্য উপাদান ব্যবহার ৫০ শতাংশ বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছি।'

তিনি বলেন, 'বাংলাদেশের পোশাক শিল্পের জন্য টেকসই পদ্ধতি একটি অগ্রাধিকার, যেখানে ব্যবসায় মডেলে এ প্রকল্প অন্তর্ভুক্ত করতে চেষ্টা চালানো হচ্ছে।'

বিজিএমইএ এক বিবৃতিতে জানায়, আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্কুল অফ বিজনেস এবং অ্যালবার্গ ইউনিভার্সিটি বিজনেস স্কুল যৌথভাবে প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করে।

এই প্রকল্পের মূল উদ্দেশ্য বাংলাদেশের পোশাক শিল্পের সঙ্গে যুক্ত বৈশ্বিক পোশাকের মূল্য পরিবর্তনের তদন্ত করা এবং কার্যকর নীতি তৈরি করা।

Comments

The Daily Star  | English

‘Shockingly insufficient’

"The proposed decision to allocate USD 250 billion per year for all developing countries is shockingly insufficient," said the adviser

8h ago