বেনাপোল: দুর্গাপূজায় আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও যাত্রী পারাপার বেড়েছে

বেনাপোল স্থলবন্দর। স্টার ফাইল ছবি

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বেনাপোল স্থলবন্দর দিয়ে টানা ৪ দিনের জন্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও ভারত ও বাংলাদেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত বেড়েছে।

আজ রোববার দুপুরে এই প্রতিবেদন লেখা পর্যন্ত বেনাপোল বন্দর দিয়ে ৭ হাজার যাত্রী ভারতে গেছেন। তবে বেনাপোল শুল্কভবন ও বন্দরে পণ্য উঠানামা ও খালাস কার্যক্রম স্বাভাবিক নিয়মে চলছে।

বন্দর সূত্র বলছে, সকাল থেকে বন্দরে মোট ৭০ ট্রাক মালামাল খালাশ হয়েছে।

ভারতের পেট্রাপোল বন্দরের সিঅ্যান্ডএফ এজেন্টস স্টাফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্ত্তিক চক্রবর্তী বলেন, 'দুর্গাপূজার ছুটিতে ২ থেকে ৫ অক্টোবর পর্যন্ত পেট্রাপোল বন্দর দিয়ে সব ধরনের আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ থাকবে। ৬ অক্টোবর সকাল থেকে পুনরায় সব চালু হবে।'

ভারত-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের পরিচালক মতিয়ার রহমান জানান, দুর্গাপূজা উপলক্ষে টানা ৪ দিন বেনাপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ থাকবে বলে ওপারের সিঅ্যান্ডএফ এজেন্টের পক্ষ থেকে তাদের জানানো হয়েছে।

আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও এপারের বন্দরে পণ্য উঠানামা, খালাস ও পণ্যের শুল্কায়ন কাজকর্ম স্বাভাবিক নিয়মে চলছে বলে জানান বেনাপোল কাস্টমস হাউসের যুগ্ন কমিশনার আ. রশিদ মিয়া।

বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশনের ওসি আবুল কালাম আজাদ বলেন, দুর্গাপূজা উপলক্ষে ২ দেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত বেড়েছে।

Comments

The Daily Star  | English

BNP wants national polls by mid-2025

The BNP wants the national election by the middle of this year and local government polls afterwards.

5h ago