ডিম আমদানির বিষয়ে আলোচনা হচ্ছে, সিদ্ধান্ত হয়নি: বাণিজ্যমন্ত্রী

Tipu Munshi
বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। ছবি: সংগৃহীত

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, ডিম আমদানির বিষয়ে আলোচনা হচ্ছে। তবে এখনো সিদ্ধান্ত হয়নি।

আজ বুধবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন বাণিজ্যমন্ত্রী।

তিনি বলেন, পণ্যের দাম নিয়ন্ত্রণে সরকার চেষ্টা করছে। তবে মনে রাখতে হবে, রাতারাতি দাম নিয়ন্ত্রণে আনা সম্ভব নয়।

তিনি আরও বলেন, আমি তো জানি না কবে যুদ্ধ বন্ধ হবে। আমরা স্বীকার করছি, মানুষের কষ্ট হচ্ছে। প্রধানমন্ত্রী চেষ্টা করছেন। আশা করছি, অক্টোবরের মধ্যে দাম সহনীয় হয়ে আসবে।

ভোজ্যতেলের দাম লিটারে ২০ টাকা বাড়ানোর প্রস্তাব নিয়ে সাংবাদিকদের তিনি বলেন, ভোজ্যতেলের দাম বাড়ানোর প্রস্তাব এসেছে। তবে এখনো সিদ্ধান্ত হয়নি। বৈশ্বিক বাজারে তেলের দাম কত এবং ডলারের দাম বিশ্লেষণ করে তেলের দাম সমন্বয় করা হবে।

Comments