নিত্যপণ্যে উৎস কর অর্ধেক করার প্রস্তাব

প্রভিডেন্ট ফান্ডে কর বাড়ছে
অলঙ্করণ: আনোয়ার সোহেল/স্টার ডিজিটাল গ্রাফিক্স

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে ২০২৪-২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে নিত্যপণ্যের ওপর উৎস কর কমানোর প্রস্তাব করা হয়েছে।

নিত্যপ্রয়োজনীয় পণ্য সরবরাহ থেকে উৎস কর অর্ধেক কমানোর প্রস্তাব দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

বর্তমানে চাল, গম, আলু, পেঁয়াজ, ভুট্টা, ভোজ্য তেল, লবণ এবং চিনির মতো নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের সরবরাহকারীরা ঋণপত্রের ওপর দুই শতাংশ উৎস কর দেন।

এ হার আগামী অর্থবছর থেকে ১ শতাংশ করার প্রস্তাব করা হয়েছে। এর ফলে ক্রমাগত উচ্চ মূল্যস্ফীতির কারণে ভুগতে থাকা গ্রাহকরা কিছুটা স্বস্তি পেতে পারেন।

খাদ্য মূল্যস্ফীতির হার এপ্রিলে ছিল ১০.২২ শতাংশ। সেখান থেকে ৫৪ পয়েন্ট বেড়ে মে মাসে ১০.৭৬ শতাংশে পৌঁছায়।

আজ জাতীয় সংসদে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বাজেট প্রস্তাব করেন।

Comments

The Daily Star  | English

Jatiyo Party's office set on fire in Khulna

Protesters vandalised the Jatiyo Party office in Khulna's Dakbangla area last evening

1h ago