নূরনামা

আগাগোড়া মানুষটা
বড় যে স্বপ্নাতুর
কারো কাছে বাকের ভাই
নামেতে নূর।
অভিনেতা জননেতা
একটাই অঙ্গে
বাড়ি যে বাহে তার
উত্তর বঙ্গে।
খুব সাধারণ বলেই
তিনি অসাধারণ
ভালোবাসে মানুষ তাকে
পাশে জনগণ।

 

Comments