প্রিন্সেস ডায়ানার ফ্যাশনসামগ্রীর সবচেয়ে বড় নিলাম: যা যা থাকছে

প্রিন্সেস ডায়ান। ছবি: সংগৃহীত

প্রিন্সেস ডায়ানার ব্যবহৃত স্কারলেট রঙের স্কি স্যুট, ফ্রান্সের সাবেক ফার্স্ট লেডির দেওয়া একটি ডিওর হ্যান্ডব্যাগ এবং হাসপাতালের শিশুদের দেখতে যাওয়ার সময় পরা এক উজ্জ্বল ফুলেল পোশাক—প্রয়াত এই রাজবধূর ব্যক্তিগত সংগ্রহশালার এমন শতাধিক সামগ্রী এই মাসে নিলামে উঠছে।

সংবাদমাধ্যম সিএনএন জানায়, জুলিয়েন'স অকশনস নামের এক নিলাম সংস্থা ক্রেতাদের জন্য উন্মুক্ত করছে সাবেক প্রিন্সেস অব ওয়েলসের ১০০টিরও বেশি জিনিসপত্র—যার মধ্যে আছে তার হ্যাট, হ্যান্ডব্যাগ, জুতা, হাতে লেখা চিঠি ও পোশাকের স্কেচ।

নিলাম সংস্থার মতে, এটি ডায়ানার ফ্যাশনসামগ্রীর 'এখন পর্যন্ত নিলামে ওঠা সবচেয়ে বড় সংগ্রহ'।

'প্রিন্সেস ডায়ানাস স্টাইল অ্যান্ড এ রয়্যাল কালেকশন' শিরোনামের এই নিলামে দর হাঁকা ইতোমধ্যে শুরু হয়ে গেছে অনলাইনে। এ মাসের শেষদিকে ক্যালিফোর্নিয়ার বেভারলি হিলসে সরাসরি নিলাম অনুষ্ঠিত হবে।

নিলামের প্রধান আকর্ষণ ডায়ানার এই ফুলেল ডিজাইনের পোশাক। ছবি: সংগৃহীত

মূল আকর্ষণ

নিলামের সবচেয়ে দামি আইটেমগুলোর মধ্যে আছে দুটি পোশাক। এর একটি ডায়ানার বিখ্যাত সেই ফুলেল ডিজাইনের পোশাক, যা ১৯৮৮ থেকে ১৯৯২ সালের মধ্যে তিনি অনেকবার পরেছেন। অন্যটি ক্রিম রঙের সিল্কের এক ইভনিং গাউন। এই দুই পোশাকের প্রতিটির দাম ২ থেকে ৩ লাখ মার্কিন ডলার পর্যন্ত উঠতে পারে বলে ধারণা করা হচ্ছে।

ফুলেল পোশাকটিকে ডায়ানা তার 'স্নেহের ড্রেস' বলে ডাকতেন বলে দাবি করেছিলেন এর ডিজাইনার ডেভিড সাসুন। কারণ এর উজ্জ্বল রঙ হাসপাতালের অসুস্থ শিশুদের প্রশান্তি দিত।

অন্যান্য মূল্যবান পোশাকের মধ্যে আছে জিয়ান্নি ভার্সেসের ডিজাইন করা একটি নীল স্লিভলেস ড্রেস এবং ১৯৮১ সালে প্রিন্স চার্লসের সঙ্গে বাগদান ঘোষণার পর পরা এক কালো টাফেটা ইভনিং গাউন।

ডায়ানার এই বিয়ের গাউনও থাকছে নিলামে। ছবি: রয়টার্স

ব্যক্তিগত সংগ্রহ

নিলামে অনেক আনুষ্ঠানিক পোশাক থাকলেও কিছু পোশাকে ডায়ানার সাধারণ জীবনযাত্রা এবং '৮০ ও '৯০-এর দশকের ফ্যাশনের প্রতিফলন ঘটেছে। যেমন, নিলামে তার একটি লাল নাইলনের স্কি স্যুট ও ব্রিটিশ লাং ফাউন্ডেশনের লোগো ধারণকারী একটি সোয়েটশার্টও আছে। ধারণা করা হচ্ছে এগুলো মূল্য যথাক্রমে ৫০ ও ২০ হাজার ডলার পর্যন্ত উঠতে পারে।

নিলামে ওঠা অন্যান্য উল্লেখযোগ্য আইটেমের মধ্যে আছে ফ্রান্সের সাবেক ফার্স্ট লেডি বার্নাদেত শিরাকের উপহার দেওয়া একটি ডিওর হ্যান্ডব্যাগ ও হানিমুনে যাওয়ার সময় ডায়ানার পরা পিচ রঙের হ্যাট।

নিলামে ওঠা ডায়ানার জুতো ও হ্যান্ডব্যাগের সংগ্রহ। ছবি: সংগৃহীত

ডায়ানার ফ্যাশন সামগ্রী সবসময়ই চড়া দামে বিক্রি হয়েছে। ১৯৯৭ সালে তিনি নিজেই ক্যানসার ও এইডস গবেষণার জন্য তহবিল সংগ্রহ করতে ক্রিস্টিজের মাধ্যমে প্রায় ৮০টি পোশাক নিলামে বিক্রি করেছিলেন, যা থেকে ৩২ লাখ ডলারেরও বেশি উঠেছিল।

জুলিয়েন'স অকশনস ২০২৩ সালে তার পরা একটি গাউন ১১ দশমিক চার মিলিয়ন ডলারে বিক্রি করে, যা এখন পর্যন্ত রেকর্ড।

প্রতিষ্ঠানটির সহ-প্রতিষ্ঠাতা মার্টিন নোলান বলেন, 'কেবল তার মানবিক কর্মকাণ্ডই না, প্রিন্সেস ডায়ানা তার অনন্য ফ্যাশন স্টাইলের জন্যও আজও বেঁচে আছেন। তার ফ্যাশন এখনো সারা বিশ্বের মানুষকে অনুপ্রাণিত করে।'

নিলাম থেকে প্রাপ্ত আয়ের একটি অংশ ব্রিটিশ দাতব্য সংস্থা 'মাসকুলার ডিসট্রোফি ইউকে'-কে দেওয়া হবে বলে জানিয়েছে নিলামকারী প্রতিষ্ঠান।

Comments

The Daily Star  | English

No one involved in mob violence will be spared: home adviser

He credits the media and digital platforms for enabling quicker responses

38m ago