আবার ‘সুলতান সুলেমান’
প্রচারের শুরু থেকেই জনপ্রিয়তার শীর্ষে ছিল তুর্কি ধারাবাহিক “সুলতান সুলেমান”। বেসরকারি টেলিভিশন চ্যানেল দীপ্ত টিভিতে ধারাবাহিকটির চারটি সিজনের প্রচার শেষ হয়েছে। এবার শুরু হতে যাচ্ছে এর পঞ্চম সিজন।
আগামী ২০ মে থেকে দীপ্ত টিভিতে প্রতি শনি থেকে বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টা ও রাত ১০টায় প্রচারিত হবে এই ধারাবাহিকটি।
প্রায় সাতশ বছর ধরে তুরস্কের ওসমানীয় সাম্রাজ্যের রাজত্ব ছিল এশিয়া, ইউরোপ ও আফ্রিকার বিস্তীর্ণ অঞ্চল জুড়ে। এই সাম্রাজ্যের স্বর্ণযুগ ছিল সুলতান সুলেমানের নেতৃত্বে ষোড়শ থেকে সপ্তদশ শতাব্দী পর্যন্ত।
ক্ষমতার টানাপড়েনে ওসমানীয় সাম্রাজ্যে ষড়যন্ত্র, গুপ্তহত্যা, ভাই-হত্যা, সন্তান-হত্যা এবং দাসপ্রথার অন্তরালের কাহিনী নিয়ে নির্মিত এই মেগা-সিরিয়াল। এখানে জীবন্ত হয়ে উঠেছে সুলতানকে প্রেমের জালে আবদ্ধ করে এক সাধারণ দাসীর সম্রাজ্ঞী হয়ে ওঠার গল্প।
Comments