কারিগরি ত্রুটি, বিমানের কাঠমান্ডুগামী ফ্লাইট পাটনায় অবতরণ

এয়ারবাস উড়োজাহাজ কিনতে বিমানের ইউ-টার্ন

ঢাকা থেকে ছেড়ে যাওয়া বিমান বাংলাদেশ এয়ারলাইনসের কাঠমান্ডুগামী একটি ফ্লাইট কারিগরি ত্রুটির কারণে ভারতের বিহারের রাজধানী পাটনার জয় প্রকাশ নারায়ণ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে।

ডিরেক্টরেট জেনারেল অব সিভিল এভিয়েশনের (ডিজিসিএ) বিবৃতির বরাত দিয়ে বার্তাসংস্থা এএনআই এ তথ্য জানিয়েছে।

এএনআই জানিয়েছে, ফ্লাইটটিতে ৭৭ জন যাত্রী ছিলেন। তারা সবাই নিরাপদেই আছেন।

বিবৃতির তথ্য অনুযায়ী, 'ঢাকা থেকে ছেড়ে যাওয়া বিমান বাংলাদেশের কাঠমান্ডুগামী বোয়িং ফ্লাইট ৩৭১ ফ্লাইটটি কারিগরি ত্রুটির কারণে আজ শুক্রবার ভারতীয় সময় দুপুর ১২টায় পাটনায় অবতরণ করেছে।'

ডিজিসিএর জ্যেষ্ঠ এক কর্মকর্তা জানান, কারিগরি ত্রুটির বিষয়টি প্রকৌশলীরা দেখছেন। বিমানের প্রকৌশলী ও পাইলটের ছাড়পত্র পাওয়ার পর ফ্লাইটটি আবার উড্ডয়নের অনুমতি পাবে।

Comments

The Daily Star  | English

BGB-BSF border talks begin in New Delhi tomorrow

A four-day director general-level border conference between Border Guard Bangladesh (BGB) and India's Border Security Force (BSF) will begin in India's New Delhi tomorrow

1h ago