আইএসও কমিউনিটি অ্যাওয়ার্ড পেলো ওকলাহোমা ইউনিভার্সিটির স্টুডেন্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ

ছবি: সংগৃহীত

ওকলাহোমা ইউনিভার্সিটির স্টুডেন্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এসএবি) ২০২৫ সালের মর্যাদাপূর্ণ ইন্টারন্যাশনাল স্টুডেন্ট অর্গানাইজেশনের (আইএসও) কমিউনিটি অ্যাওয়ার্ড অর্জন করেছে।

আন্তর্জাতিক শিক্ষার্থীদের মধ্যে অন্তর্ভুক্তি, বহুসাংস্কৃতিক বোঝাপড়া ও সম্প্রীতির পরিবেশ গঠনে এসএবির অসামান্য ভূমিকার স্বীকৃতিস্বরূপ এই অ্যাওয়ার্ড দেওয়া হয়।

শুক্রবার লয়েড নোবেল সেন্টারে বিশ্ববিদ্যালয়ের প্রধান বহুজাতিক অনুষ্ঠান 'ইভ অব নেশনস'-এ এই সম্মাননা তুলে দেওয়া হয়।

আইএসও-এর উদ্যোগে আয়োজিত এই বার্ষিক উৎসবে বিভিন্ন দেশের শিক্ষার্থীরা অংশ নেন, যেখানে সাংস্কৃতিক পরিবেশনা, ঐতিহ্যবাহী পোশাক ও আন্তঃসম্পর্কের উজ্জ্বল প্রদর্শনী ছিল উপস্থাপনার কেন্দ্রবিন্দু।

এসএবির পক্ষে সংগঠনের সভাপতি জাহিদ হোসেন এই পুরস্কার গ্রহণ করেন।

তিনি বলেন, 'এই স্বীকৃতি কেবল এসএবির নয়, প্রতিটি সদস্যের—যাদের নিরব ও নিবেদিত প্রচেষ্টায় একটি অন্তর্ভুক্তিমূলক ও সহমর্মিতাপূর্ণ পরিসর তৈরি হয়েছে। এটি বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য একটি গুরুত্বপূর্ণ অর্জন, যা প্রমাণ করে আমরা বৈচিত্র্যসমৃদ্ধ, সহনশীল ও আন্তঃসাংস্কৃতিক পরিবেশে নিজের অবস্থান দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত করেছি। আমরা বিশ্বাস করি, সাংস্কৃতিক বিনিময়ই ঐক্যের প্রকৃত সেতুবন্ধন।'

প্রতি বছর আইএসও কমিউনিটি অ্যাওয়ার্ড সেইসব ছাত্র সংগঠনকে প্রদান করা হয়, যারা পারস্পরিক শ্রদ্ধাবোধ, বহুজাতিক সংহতি এবং শিক্ষার্থীদের মধ্যে সেতুবন্ধন তৈরিতে নেতৃস্থানীয় ভূমিকা রাখে।

এসএবিকে এই সম্মাননা প্রদান করা হয়েছে একটি এমন পরিবেশ গঠনের জন্য, যেখানে নানা জাতিগোষ্ঠী ও সাংস্কৃতিক পটভূমির শিক্ষার্থীরা নিজেদের স্বাগত, সম্মানিত ও শক্তিশালী বোধ করে।

সাংস্কৃতিক অনুষ্ঠান, সম্প্রদায়মুখী উদ্যোগ ও আন্তঃসংগঠনিক সহযোগিতার মাধ্যমে এসএবি ওকলাহোমা ইউনিভার্সিটিতে বাংলাদেশি শিক্ষার্থীদের দৃশ্যমানতা ও নেতৃত্বের জায়গা শক্তিশালী করেছে।

Comments

The Daily Star  | English

Khaleda Zia returns home from London

The ambulance provided by Qatar's Emir, Sheikh Tamim bin Hamad Al Thani, touched the tarmac at Hazrat Shahjalal International Airport

28m ago