জাপানে চান্দিনা কল্যাণ ফাউন্ডেশনের মিলনমেলা 

জাপানে চান্দিনা কল্যাণ ফাউন্ডেশনের মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে।

২০২৩ সালে প্রতিষ্ঠিত সংগঠনটির এবারের আয়োজনটি দ্বিতীয়বারের মতো ।

ইংরেজি নতুন বছর উপলক্ষে ৫ জানুয়ারি রোববার টোকিওর কিতা সিটি 'ওজি হোকুতোপিআ' হলে আয়োজিত কুমিল্লা জেলার চান্দিনা উপজেলা নিবাসী প্রবাসীদের মিলনমেলায় প্রথমবারের মতো পরিচালনা পর্ষদ গঠিত হয়।

মিলনমেলায় মধ্যাহ্ন ভোজ পূর্ব আলোচনা সভায় বক্তারা সংগঠন পরিচালনায় একটি পরিচালনা পর্ষদ গঠনে গুরুত্বারোপ করে সংগঠনকে জাপান এবং বাংলাদেশে চান্দিনাবাসীর কল্যাণে বিভিন্ন কল্যাণমূলক কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। 

মিলনমেলায় সর্ব সম্মতিক্রমে ইঞ্জিনিয়ার কাজী আরিফকে প্রতিষ্ঠাতা সভাপতি, মো. কামাল আহম্মেদ মোল্লাকে সাধারণ সম্পাদক এবং কে, এম, আমির হোসেনকে সাংগঠনিক সম্পাদক করে ২৭ সদস্য বিশিষ্ট কমিটি এক বছর মেয়াদে গঠন করা হয়। এ ছাড়াও ৭ জনকে উপদেষ্টা হিসেবে এক বছর মেয়াদে নির্বাচিত করা হয়। কমিটি ঘোষণা করেন উপদেষ্টা খাইরুল কবির শামীম । নির্বাচন পরিচালনা করেন আরিফ হোসেন অর্ক। সংগঠনের উত্তরোত্তর সাফল্য কামনা করে মোনাজাত পরিচালনা করেন হিগাশিজুজো মসজিদের খতিব মুফতি ইউসুফ আশরাফী।

Comments

The Daily Star  | English

Grameen Bank ownership, board to see major changes 

The plan has been outlined in the draft of a new ordinance

2h ago