অস্ট্রেলিয়ায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত

অস্ট্রেলিয়া, সড়ক দুর্ঘটনা, বাংলাদেশি নিহত,
ড. মাযহারুল তালুকদার। ছবি: সংগৃহীত

অস্ট্রেলিয়ায় সড়ক দুর্ঘটনায় এক বাংলাদেশি নিহত হয়েছেন। নিহত ড. মাযহারুল তালুকদার ইউনিভার্সিটি অব ক্যানবেরার ম্যানেজমেন্ট বিভাগের সহকারী অধ্যাপক ছিলেন।

গতকাল রোববার এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ ও গণমাধ্যম সূত্রে জানা গেছে।

তাদের তথ্য অনুযায়ী, ক্যানবেরা থেকে প্রায় ১১০ কিলোমিটার উত্তর-পশ্চিমে গালং উপশহরের বার্লি গ্রিফিন ওয়েতে এ দুর্ঘটনা ঘটে।

তারা আরও বলেন, ড. মাযহারুল তালুকদার পরিবারের সঙ্গে বেড়াতে গেলে সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে এ দুর্ঘটনার কবলে পড়েন। বিপরীত দিক থেকে আসা ক্যারাভ্যান থেকে ছিটকে পড়া ভারী বস্তুতে তার গাড়ির উইন্ডস্ক্রিন ভেঙে মাথায় গুরুতর আঘাত পান। জরুরি পরিষেবার কর্মীরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়। তার সঙ্গে থাকা স্ত্রী ও দুই কন্যা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।

অপরাধ তদন্তকারী সংস্থার মুখপাত্র জানিয়েছেন, ক্যারাভ্যান চালককে বাধ্যতামূলক পরীক্ষার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে। তবে তিনি কোন আঘাত পাননি।

ড. মাযহারুল তালুকদারের গ্রামের বাড়ি বাংলাদেশের ময়মনসিংহে। দুই সপ্তাহ আগে তিনি বাংলাদেশে যান এবং মাত্র তিন দিন আগে অস্ট্রেলিয়ায় ফিরে আসেন।

আকিদুল ইসলাম: অস্ট্রেলিয়া প্রবাসী লেখক, সাংবাদিক

Comments

The Daily Star  | English

Police vehicle torched in Gopalganj

The vehicle was set on fire allegedly by activists of the banned Bangladesh Chhatra League (BCL) in Gopalganj's Ulpur area

8m ago