কমিটি বিলুপ্তির দাবিতে জাপান বিএনপির সংবাদ সম্মেলন

আয়োজিত সংবাদ সম্মেলন। ছবি: সংগৃহীত

ছয় সদস্য বিশিষ্ট 'ব্যর্থ' ও 'আংশিক কমিটি' দ্রুত বিলুপ্তিকরণ এবং কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শাকিরুল ইসলাম শাকিলকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার দাবি তুলেছেন জাপান বিএনপির সর্বস্তরের নেতারা। একইসঙ্গে তারা বিভিন্ন অনিয়মের অভিযোগও তোলেন।

রোববার স্থানীয় সময় সন্ধ্যায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে তারা এসব দাবি ও অনিয়মের বিষয় তুলে ধরেছেন।

টোকিওর কিতা সিটির আকাবানে সাংস্কৃতিক কেন্দ্রের বিভিও হলে আয়োজিত সংবাদ সম্মেলনে বিএনপি নেতারা বলেন, কেন্দ্র অনুমোদিত ছয় সদস্য বিশিষ্ট আংশিক, ব্যর্থ কমিটির মেয়াদ গত ২০ অক্টোবর শেষ হয়। তারপরও তারা পরবর্তী কমিটি গঠনে ন্যূনতম কোনো উদ্যোগ নেয়নি। তাদের বিরুদ্ধে সবচেয়ে বড় অভিযোগ হচ্ছে—তারা স্থানীয় আওয়ামী লীগের পরামর্শ অনুযায়ী দলের কার্যক্রম পরিচালনা করে থাকেন। দল পরিচালনায় এবং দলীয় কর্মসূচি গ্রহণে বিএনপির কর্মী, এমনকি নেতাদের মতামতের কোনো মূল্যই তাদের কাছে নেই। আর এক্ষেত্রে বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শাকিরুল ইসলাম শাকিল ক্রীড়নক হিসেবে কাজ করে থাকেন। তাই শাকিল এই পদে সম্পূর্ণ অযোগ্য এবং তাকে অব্যাহতির দাবি জানাই।

তারা আরও বলেন, বিএনপি জাপানের বর্তমান নেতাকর্মীসহ বর্তমানে বাংলাদেশে বসবাসরত বিভিন্ন নেতাকর্মী বিভিন্ন মাধ্যমে কেন্দ্রে এই ব্যর্থ কমিটির বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন আসছেন। কিন্তু সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শাকিরুল ইসলাম শাকিলের হস্তক্ষেপের কারণে সব কিছুতেই কেন্দ্রের দৃষ্টি আকর্ষণে ব্যর্থ হয়। তাই বাধ্য হয়েই আজকের এই সংবাদ সম্মেলন। তবে, আজকের সংবাদ সম্মেলন কেন্দ্রের কিংবা ব্যক্তি শাকিলের বিরুদ্ধে নয়। আজকের সংবাদ সম্মেলন সিস্টেম ও অযোগ্যতার বিরুদ্ধে।

অনুষ্ঠানে লিখিত বক্তব্য পাঠ করেন সাবেক ছাত্রনেতা ও কমিটির সাবেক যুগ্ম-সম্পাদক দেলোয়ার হোসেন ডিও। লিখিত বক্তব্য পাঠ শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন জাপান বিএনপি ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতারা। সংবাদ সম্মেলনে স্থানীয় প্রবাসী বিভিন্ন মিডিয়া ও বাংলাদেশের বিভিন্ন মিডিয়ার জাপান প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Comments

The Daily Star  | English

Pope Francis dies at 88

He had recently survived a serious bout of double pneumonia.

11m ago