জাপানে সর্বজনীন পূজা কমিটি

কানু গোপাল কুন্ডু ও রতন বর্মণ। ছবি: সংগৃহীত

অবশেষে জাপান প্রবাসী বাংলাদেশি হিন্দু কমিউনিটিতে আশার আলো দেখা যাচ্ছে। জাপানে নতুন পূজা উদযাপন কমিটি ঘোষণা করা হয়েছে।

পূজা ও মন্দিরের অনুদানের লেনদেনের হিসাব বই না দেখানোসহ বিভিন্ন অনিয়মের কারণে গত দুই বছর ধরে হিন্দু কমিউনিটিতে বিবাদ চলছিল। 

এর প্রভাব পড়েছিল গত সরস্বতী পূজায়। আগের পূজাগুলোতে যেসব কর্মীকে সকাল থেকে পূজার মণ্ডপে দেখা যেত, তাদের বেশিরভাগ অনুপস্থিত ছিলেন পূজায়।

অবশেষে চলতি বছরের ১৯ মে পূজা কমিটির সাধারণ সভা আহ্বান করা হয়। সভায় উপস্থিত পূজা কমিটির ৩৩ জন সাবেক সদস্যদের উপস্থিতিতে গণতান্ত্রিক প্রক্রিয়ায় কানু গোপাল কুন্ডুকে সভাপতি ও রতন বর্মণকে সাধারণ সম্পাদক করে ৩০ সদস্যের পূজা কমিটির কার্যনির্বাহী কমিটি গঠিত হয়।

সভায় পূজা কমিটির গঠনতন্ত্র তৈরি করা হয় এবং সাবেক উপদেষ্টাদের নামে অগণতান্ত্রিক ও স্বৈরতান্ত্রিক প্রক্রিয়ায় করা সব কার্যক্রমকে অবৈধ ঘোষণা করা হয়েছে। 

জাপান প্রবাসী হিন্দু কমিউনিটি নতুন কমিটির কাছে কমিটির কার্যক্রমের জবাবদিহিতা এবং হিসাব-নিকাশের স্বচ্ছতা প্রত্যাশা করছে।

Comments

The Daily Star  | English

‘Shockingly insufficient’

"The proposed decision to allocate USD 250 billion per year for all developing countries is shockingly insufficient," said the adviser

7h ago