মুন্সীগঞ্জ-বিক্রমপুর সোসাইটি জাপানের ঈদ পুনর্মিলনী

লেকের পাশে সবুজে ঘেরা মিসাতো পার্কে গত রোববার এই ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মুন্সীগঞ্জ-বিক্রমপুর সোসাইটি জাপানের ঈদ পুনর্মিলনী

জাপানে বাংলাদেশি প্রবাসীদের আঞ্চলিক সংগঠন মুন্সীগঞ্জ-বিক্রমপুর সোসাইটি, জাপানের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।

টোকিও শহরের অদূরে সাইতামা প্রিফেকচারের মিসাতো সিটির লেকের পাশে সবুজে ঘেরা মিসাতো পার্কে গত রোববার এই ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মিসাতো পার্কে সর্বস্তরের প্রবাসীদের সঙ্গে বাংলাদেশের রাষ্ট্রদূত শাহাবুদ্দিন আহমেদ এবং দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারা সপরিবারে পুনর্মিলনী অনুষ্ঠানে অংশ নেন। স্থানীয় জাপানিরাও এই আয়োজনে মেতে ওঠেন।

এদিন মিসাতো পার্ক যেন হয়ে ওঠে একখণ্ড বাংলাদেশ। রোববার সকাল ১০টা থেকেই পার্কে লোক সমাগম হতে থাকে। দুপুর দেড়টায় সংগঠনের সভাপতি বাদল চাকলাদার এবং সাধারণ সম্পাদক মো. এস ইসলাম নান্নু সবার সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন।

বক্তব্য রাখেন রাষ্ট্রদূত শাহাবুদ্দিন আহমেদ। অনুষ্ঠানে প্রধান আকর্ষণ ছিল কোরবানির মাংসে আপ্যায়ন পর্ব। বিক্রমপুরের ঐতিহ্যে উপস্থিত অতিথিদের আপ্যায়ন করা হয়। এরপর শুরু হয় বিনোদন পর্ব। এই পর্ব পরিচালনা করেন কামরুল আহসান জুয়েল।

বাদল চাকলাদার সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

Comments