মোবাইল বিল পরিশোধ না করে দেশে ফিরতে পারবেন না কুয়েতপ্রবাসীরা
ট্রাফিক জরিমানা, পানি ও বিদ্যুৎ বিলের পর এবার মোবাইল বিল পরিশোধ বাধ্যতামূলক করতে যাচ্ছে কুয়েত সরকার। এসব বিল পরিশোধ না করলে প্রবাসীদের নিজ দেশে ফিরতে দেওয়া হবে না।
বিমানবন্দর থেকে তাদের ফিরিয়ে দিতে ব্যবস্থাও নিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
গত রোববার কুয়েতের যোগাযোগ মন্ত্রণালয় জানায়, প্রবাসীরা দেশ ছেড়ে যাওয়ার আগে তাদের কাছ থেকে বিল সংগ্রহের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে তারা একটি চুক্তিতে পৌঁছেছে।
প্রবাসীদের এ নতুন আইন মেনে চলার আহ্বান জানিয়েছে মন্ত্রণালয়।
যোগাযোগ
মন্ত্রণালয়ের আন্ডার সেক্রেটারি (ভারপ্রাপ্ত) আহমেদ আল-মেজরেন বলেন, 'কয়েকদিনের মধ্যে এটি কার্যকর করা হবে। প্রবাসীরা সাহেল অ্যাপ্লিকেশন, মন্ত্রণালয়ের ওয়েবসাইট (http://moc.gov.kw) বা বিমানবন্দরে যেকোনো টেলিফোন এক্সচেঞ্জ অফিসে গিয়ে বিল পরিশোধ করতে পারবেন। এছাড়া বিমানবন্দরে মন্ত্রণালয়ের কার্যালয়ে পরিশোধ করা যাবে।'
কুয়েত ত্যাগ করার আগে প্রবাসীদের বিভিন্ন পরিষেবার বিল পরিশোধ এখন বাধ্যতামূলক হয়ে পড়েছে। বর্তমানে তাদের ট্রাফিক জরিমানা পরিশোধ করতে হয়। বিদ্যুৎ ও পানির বিল পরিশোধ ১ সেপ্টেম্বর থেকে কার্যকর হবে।
এছাড়া, প্রতিবন্ধীদের জন্য বরাদ্দকৃত পার্কিং স্পেসে দ্রুত গাড়ি চালানো এবং অবৈধভাবে ব্যবহার করার বিল বিমানবন্দরে পরিশোধ করা যায়।
Comments