মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ৯০ অবৈধ অভিবাসী গ্রেপ্তার

সেলেরা, কুটিপ ও বেলাঞ্জা থেকে ৯০ জন অবৈধ অভিবাসীকে গ্রেপ্তার করা হয়।
ছবি: সংগৃহীত

মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ৯০ অবৈধ অভিবাসীকে গ্রেপ্তার করেছে অভিবাসন বিভাগ।

দেশটির ইপুহ রাজ্যের অভিবাসন বিভাগ শুক্রবার মানজুংয়ের ব্যবসায়িক প্রাঙ্গণ এবং আবাসিক এলাকায় অপস সাপু (অপারেশন ক্লিন) অভিযান চালিয়ে সেলেরা, কুটিপ ও বেলাঞ্জা থেকে ৯০ জন অবৈধ অভিবাসীকে গ্রেপ্তার করে।

আজ সোমবার দেশটির সরকারি সংবাদ সংস্থা বার্নামা ও দ্যা সান ডেইলি অনলাইন পোর্টালে প্রকাশিত সংবাদে বলা হয়েছে, 'শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৬টায় শুরু হওয়া ৬ ঘণ্টার অভিযানে গ্রেপ্তারদের মধ্যে ৬২ জন পুরুষ, ২৩ জন মহিলা এবং ৫ শিশু রয়েছে। গ্রেপ্তারদের মধ্যে ইন্দোনেশিয়ার ৬৬, বাংলাদেশের ১৪, মিয়ানমারের ৫, নেপাল ও ভারতের ২ জন করে এবং পাকিস্তানের ১ জন আছে। যাদের বয়স ১ থেকে ৫০ বছরের মধ্যে।'

রাজ্যের অভিবাসন বিভাগের পরিচালক হাপদজান হুসাইনি আজ এক বিবৃতিতে বলেছেন, 'কাজের পারমিট ও পাসপোর্টের মেয়াদ শেষ হওয়ার কারণে এবং বৈধ কাগজপত্র না থাকায় অভিবাসন আইন ১৯৫৯/৬৩ এর ১৫ (১) (সি) এবং ৬ (১) (সি), ব্যক্তি পাচার বিরোধী এবং অভিবাসী আইন ২০০৭ এবং পাসপোর্ট আইন ১৯৬৬-এর ধারায় তাদের গ্রেপ্তার করা হয়েছে।'

হাপদজান হুসাইনি বলেছেন, 'অভিবাস বিভাগ আবাসিক ও বাণিজ্যিক জায়গার মালিকদের তদন্ত করা হবে, যারা অবৈধ বিদেশিদের থাকার অনুমতি দিয়েছে। এ ছাড়া যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য অবৈধ অভিবাসীদের তথ্য শেয়ার করতে স্থানীয় জনসাধারণকে অনুরোধ জানিয়েছে রাজ্যের অভিবাসন বিভাগ।'

Comments