তীব্র তাপপ্রবাহে গ্রিসে ছড়িয়ে পড়েছে দাবানল

তীব্র তাপপ্রবাহের কারণে গ্রিসের রাজধানী এথেন্সের চারপাশে ছড়িয়ে পড়েছে দুটি ভয়াবহ দাবানল।

এথেন্সের কাছে দাবানলে বেশ কিছু বাড়ি পুড়ে গেছে। সরিয়ে নেওয়া হয়েছে স্থানীয় বাসিন্দাদের।

এথেন্সের পশ্চিমে উপকূলীয় শহর লৌট্রাকিতে ভয়াবহ দাবানলের কাছাকাছি থাকায় বাচ্চাদের গ্রীষ্মকালীন ক্যাম্প থেকে প্রায় ১ হাজার ২০০ শিশুকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

অন্যদিকে রাজধানীর দক্ষিণ-পূর্বের কাউভারাসে ছড়িয়ে পড়েছে আরেকটি দাবানল। আগুন নেভানোর চেষ্টা করছে দমকল বাহিনীর ১৫০টি ইউনিট।

সরকারি মুখপাত্র জানিয়েছেন, প্রচণ্ড জোরে হাওয়া বইছে। ফলে আগুন দ্রুত ছড়াচ্ছে। আগুন নিয়ন্ত্রণেও আনা যাচ্ছে না।

যেখানে দাবানল জ্বলছে, সেখানে কিছু দিন ধরে তাপপ্রবাহ চলছিল। এখন সেখানে ৭০ কিলোমিটার বেগে হাওয়া বইছে।

দমকল বাহিনীর পাশাপাশি আগুন নেভানোর জন্য ১১টি বিমানও কাজে লাগানো হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, এথেন্সের ৯০ কিলোমিটার দূরে একটি রিসোর্ট-শহরের কাছেও দাবানল জ্বলতে শুরু করেছে।

গত এক সপ্তাহ ধরে দক্ষিণ ইউরোপের অনেক দেশের মতো গ্রিসেও তাপমাত্রা ক্রমাগত বাড়ছে। মধ্য গ্রিসে তাপমাত্রা বেড়ে দাঁড়িয়েছে ৪৪ ডিগ্রি সেলসিয়াস। ফলে এথেন্সসহ বেশ কিছু জায়গায় দাবানল সতর্কতা জারি করা হয়েছে।

আবহাওয়া দপ্তর জানিয়েছে, গ্রিস, তুরস্ক এবং ভূমধ্যসাগরীয় এলাকায় তাপপ্রবাহ আরও বাড়তে পারে।

Comments

The Daily Star  | English

Govt issues notification banning AL activities

A Public Security Division joint secretary confirmed the matter

8m ago