স্পেনে তীব্র দাবদাহে ৮৪ জনের মৃত্যু

স্পেনের আলহাউরিন এল গ্র্যান্ডের কাছে একটি দাবানল দেখা যায়। ১৫ জুলাই, ২০২২। ছবি: রয়টার্স

স্পেনে ৮-১০ জুলাইয় এই তিন দিনে তীব্র দাবদাহে অন্তত ৮৪ জনের মৃত্যু হয়েছে। স্পেনের স্বাস্থ্য মন্ত্রণালয় ও কার্লোস ৩ হেলথ ইনস্টিটিউটের বরাত সিজিটিএনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সিজিটিএনের প্রতিবেদনে বলা হয়েছে, এসব মৃত্যুর জন্য দেশের বড় অংশে ৪০ ডিগ্রি সেলসিয়াসের বেশি তাপমাত্রাকে দায়ী করা হয়েছিল। এমনকি দেশটির দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলে তাপমাত্রা ৪৫ ডিগ্রি সেলসিয়াসের ওপরে উঠে গেছে। ফলে, এসব এলাকার বাসিন্দাদের জীবনযাত্রার ব্যয় বেড়েছে।

মাদ্রিদের বাসিন্দা আলবার্তো বলেন, এয়ার কন্ডিশনার এবং বৈদ্যুতিক ফ্যান ব্যবহারে স্থানীয়দের মিতব্যয়ী হতে হবে, কারণ বিদ্যুতের বিল বেড়েছে।

রাজধানীর আরেক বাসিন্দা অ্যাঞ্জেলিনা বলেন, আমরা এয়ার কন্ডিশনারের ব্যবহার কমাতে বাধ্য হচ্ছি। একবার ঘরটি শীতল হয়ে গেলে, আমরা এটি বন্ধ করে দিই।

তাপপ্রবাহ আগামী সপ্তাহেও অব্যাহত থাকবে বলে ধারণা করা হচ্ছে। ফলে আরও মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

স্পেনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এটি স্পেনে বছরের দ্বিতীয় বড় তাপপ্রবাহ। প্রথমটি ১১ থেকে ২০ জুন পর্যন্ত স্থায়ী হয়েছিল এবং দেশব্যাপী ৮২৯ জনের মৃত্যু হয়েছিল। সেই সময় তাপমাত্রা ছিল ৪৪.৫ ডিগ্রি সেলসিয়াস।

কর্তৃপক্ষ সুপারিশ করেছে, প্রচুর পরিমাণে পানি পান করতে হবে, অত্যধিক ব্যায়াম করা থেকে বিরত থাকে এবং যতটা সম্ভব বাড়ির ভিতরে থাকতে হবে।

Comments

The Daily Star  | English

'Our task is to tell the truth in transparent, compelling way'

Says CA’s press secretary on Trump’s comment on Bangladesh

3h ago