মিশিগানে ২ দিনব্যাপী নর্থ আমেরিকান বাংলাদেশি উৎসব

আনন্দমূখর পরিবেশে মিশিগানের বিভিন্ন শহর থেকে বাংলাদেশিরা পরিবার পরিজন নিয়ে মেলায় যোগদান করে। ছবি: স্টার

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের ওয়ারেন শহরের সিটি স্কয়ারে ২২তম নর্থ আমেরিকান বাংলাদেশি উৎসব হয়েছে।

বাংলাদেশ অ্যাসোসিয়েশান অব মিশিগানের উদ্যোগে গতকাল শনিবার ও আজ রোববার এই মেলার আয়োজন করা হয়।

আনন্দমূখর পরিবেশে মিশিগানের বিভিন্ন শহর থেকে বাংলাদেশিরা পরিবার পরিজন নিয়ে যোগদান করায় মেলা প্রাঙ্গণ হয়ে ওঠে একখণ্ড বাংলাদেশ।

মেলার উপস্থাপনায় ছিলেন খালেদ হুসেন, বকুল তালুকদার, আজিজ সুমন ও সোনিয়া।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির চেয়ারম্যান আবু বকর হানিফ।

আয়োজক সূত্রে জানা যায়, বাংলাদেশের ঐতিহ্যবাহী সংস্কৃতিকে নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে মেলার আয়োজন করা হয়। মেলায় ছিল রকমারি দোকানপাট। ছিল বাংলাদেশি শাড়ী, গহনা, খেলনা, ঘর সাজানোর জিনিস এবং খাবারের দোকানের সমাহার।

মেলায় নাচ গান আর নৃত্যে তুলে ধরা হয় বাংলাদেশের সংস্কৃতিকে। মেলায় স্থানীয় শিল্পীরা অংশগ্রহণ করেন। বাংলাদেশের জনপ্রিয় শিল্পী রিজিয়া পারভীনের সঙ্গীতে মুগ্ধ হন দর্শনার্থীরা। মেলায় মূল আকর্ষণ হিসেবে ছিল সঙ্গীত শিল্পী রিজিয়া পারভীন, প্রেমা, বিন্দু কনা, মিম, কামরুজ্জামান বকুলসহ মিশিগানের স্থানীয় শিল্পীদের পরিবেশনা।

মেলা প্রাঙ্গণে ছিল শিশু কিশোরদের খেলার জায়গা ও পানির ফোয়ারা।  

Comments

The Daily Star  | English

Jatiyo Party's office set on fire in Khulna

Protesters vandalised the Jatiyo Party office in Khulna's Dakbangla area last evening

1h ago