মালয়েশিয়ার স্বরাষ্ট্র ও মানবসম্পদ মন্ত্রীর সঙ্গে প্রবাসী কল্যাণমন্ত্রীর বৈঠক

সাইফুদ্দিন নাসুতিন বিন ইসমাইলের সঙ্গে ইমরান আহমদের বৈঠক। ছবি: সংগৃহীত

মালয়েশিয়ায় বাংলাদেশের শ্রমবাজার সম্প্রসারণ ও শ্রমিকদের জীবনমানের উন্নয়ন নিয়ে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুতিন বিন ইসমাইলের সঙ্গে বৈঠক করেছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমদ।

গত শুক্রবার পুত্রজায়ায় মালয়েশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে বাংলাদেশ হাইকমিশনের ডেপুটি হাইকমিশনার মোহাম্মদ খোরশেদ এ খাস্তগীর, মিনিস্টার (লেবার) নাজমুছ সাদাত সেলিম ও মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগের মহাপরিচালক দাতুক রাজলিন জুসোহসহ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বৈঠকে প্রবাসী কল্যাণমন্ত্রী বলেন, বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে অত্যন্ত বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিদ্যমান। বাংলাদেশের কর্মীরা মালয়েশিয়াসহ বিভিন্ন দেশের উন্নয়ন কর্মকাণ্ডে দক্ষতা ও সফলতার সঙ্গে অবদান রাখছে। কর্মীদের দক্ষতার মানোন্নয়নে সরকার বিভিন্ন উদ্যোগ নিয়েছে।

একইদিন বিকেল ৩টায় প্রবাসী কল্যাণমন্ত্রীর সঙ্গে মালয়েশিয়ার মানবসম্পদ মন্ত্রী ভি শিবকুমারের আরেকটি বৈঠক অনুষ্ঠিত হয়।

Comments

The Daily Star  | English
Islami Bank

BB unearths fresh irregularities in Islami Bank

The banking regulator found the involvement of Md Abdul Jalil, independent director and executive committee chairman of the bank, in the loan irregularities.

12h ago